কলকাতা: বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'। দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা নিশানা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 


এদিন দিলীপ ঘোষ বলেন, উনি যেটা বলছেন, তার তো উল্টো হচ্ছে, অন্য সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। যেটা সত্য, সেটাই তুলে ধরা হয়েছে। এরকম ঘটনা বিশ বছর ধরে কেরালায় হচ্ছে। লাভ জিহাদ থেকে শুরু করে এই যে তথ্য এসেছে, আদালতও মেনে নিয়েছে। উনি কেন ভয় পাচ্ছেন ? যেদিন বেঙ্গল স্টোরি তৈরি হবে তখন কী করবেন উনি ?' 


মূলত এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, 'বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। কেরলে সিপিএম সরকার চুপ কেন? বিজেপির সঙ্গে যোগসাজশ আছে। বিরোধী দলকে বুলডোজ করার অধিকার কে দিয়েছে? শাসক দলের শান্তি বজায় রাখাই কর্তব্য। কিন্তু মণিপুরের শাসক দলই অশান্তি তৈরি করেছে। বাংলায় কখনও এই ধরনের ঘটনা ঘটবে না।'


এমনকি সম্প্রতি এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী খোদ পিনারাই বিজয়ন (Kerala Chief Minister Pinarayi Vijayan)। তবে শুধু এই ছবি নয়, অতীতে 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে বিতর্কের ঝড় তৈরি হয়েছিল। এই ছবিতে নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছেড়ে চলে আসার পটভূমিকায় তৈরি এই ছবি এর মধ্য়েই দেশ ও আন্তর্জাতিক মহলে তুমুল আলোড়ন তৈরি করে। আর এদিন বৈঠকে সরাসরি ছবির বিষয় নিয়ে করলেন আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)।


প্রসঙ্গত, দ্য কেরালা স্টোরি  ( The Kerala Story ) নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সম্প্রতি দাবি রেখেছিলেন, 'ছবি মাধ্যমে সংঘ পরিবার, রাজনৈতিক লক্ষ্য প্রচারে কেরলের ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।'মূলত 'দ্য কেরালা স্টোরি' ছবির বিষয় নিয়ে বিতর্ক অব্যহত। অভিযোগ, ছবিটির ট্রেলরে দেখানো হয়েছে, কেরল থেকে ৩২ হাজার মহিলাকে ধর্ম পরিবর্তন করিয়ে নিয়ে সিরিয়া এবং আফগানিস্তানে আইএসআই-র প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে।


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


উল্লেখ্য, এর আগে এই ছবির মুক্তি আটকাতে কেরল সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল, কংগ্রেস। কংগ্রসের কথায়, এই ছবির অনেকটাই মিথ্যে। এর ফলে সংখ্যালঘু শ্রেণীর ভাবাবেগে আঘাত লাগতে পারে।কংগ্রেস নেতা ভিডি সাথীসান জানিয়েছেন, এই ছবি জুড়ে রয়েছে মিথ্যাচার। ছবির টিজারে দেখানো হয়েছে , কেরলের ৩২ হাজার জোর করে ধর্মান্তরিত করে নিয়ে গিয়ে, তাঁদের সিরিয়া ও আফগানিস্তানে আইএসআই-র প্রশিক্ষণে  শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা পুরোপুরিভাবে আমাদের রাজ্য এবং একটি ধর্মের মানুষের অপমান। এর পিছনে রয়েছে সংঘীদের হাত।'