কলকাতা: ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করে মহিলাকে ব্ল্যাকমেলের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। টাকা না পাওয়ায় আপত্তিকর ছবি পোস্ট করে দেওয়ার অভিযোগও উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় লালবাজারের সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেন ফুলবাগানের মহিলা। এরপরই বেলঘরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।


সোশ্যাল সাইটে আলাপ, বন্ধুত্ব, তারপর ছবি আদান-প্রদান। ব্ল্যাকমেল করে টাকা আদায়ের পরেও সোশ্যাল সাইটে সেই সব ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলেন এক মহিলা। ঘটনায় গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। মহিলার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বেলঘরিয়ার বাসিন্দা অভিযুক্ত বছর ৪৫-এর দেবরাজ মজুমদারকে গ্রেফতার করে লালবাজার সাইবার ক্রাইম শাখা। 


ফুলবাগানের বাসিন্দা ওই মহিলার অভিযোগ, বেশ কয়েক মাস আগে দেবরাজের সঙ্গে ফেসবুকে আলাপ হয় তাঁর। ঘনিষ্ঠতা বাড়ার পর মহিলার বেশ কিছু ছবি নেন তিনি। 
কিছুদিন পরই ওই ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে টাকা চাইতে শুরু করেন দেবরাজ। এ ভাবে ৭৮ হাজার টাকা হাতিয়েও নেন অভিযুক্ত। 


আর টাকা দিতে না চাইলে ওই সব ছবি ফেসবুকে পোস্ট করে দেন অভিযুক্ত। এরপর ৭ জুলাই লালবাজারের সাইবার বিভাগে অভিযোগ জানান মহিলা। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে কটূক্তি, হুমকি, তোলাবাজি এবং সাইবার আইনে মামলা রুজু করা হয়েছে। 


সরকারি আইনজীবী জানিয়েছেন, 'প্রতারণার শিকার হন মহিলা, থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই গ্রেফতার।' অন্যদিকে অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন, 'মক্কেলের বিরুদ্ধে অভিযোগ ছিল।' গত ২৩ জুলাই পর্যন্ত ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।