কলকাতা: ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের শেষ ২১ জুলাই। কোন পথে মিছিল এগোবে, পাশাপাশি আচমকা সমস্যায় পড়লে কোন হেল্পলাইনে ফোন করতে হবে, জানাল কলকাতা পুলিশ (Kolkata Police)।
আরও পড়ুন, বাঙালি অস্মিতা বাঁচাতে তৃণমূলের পর এবার পথে নামল কংগ্রেস, কী বললেন প্রধানমন্ত্রী ?
'সমস্যায় পড়লে কলকাতা পুলিশের এই ৩টি হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে'
কলকাতা পুলিশ সূত্রে খবর, শিয়ালদা থেকে মিছিল SN ব্য়ানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা পৌঁছবে। শ্য়ামবাজার মিছিলগুলি সেন্ট্রাল অ্য়াভিনিউ, SN ব্য়ানার্জি রোড হয়ে পৌঁছবে ধর্মতলা। হাওড়ার দিক থেকে আসা মিছিলগুলি যাবে ব্রেবোর্ন রোড, সেন্ট্রাল অ্য়াভিনিউ, সমস্যায় পড়লে কলকাতা পুলিশের ৩টি হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে। ৩টি টোল ফ্রি নম্বর 1073, 98308-11111, 98300-10000.
রবিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলা সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। রবিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন। হাওড়া স্টেশনের পাশে তৈরি করা হয়েছে গেট ও মঞ্চ। এছাড়াও বাসের বন্দোবস্ত করা হয়েছে। কর্মীদের সরাসরি হাওড়া স্টেশন থেকে বাসে করে গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। রবিবার সকালে এসে তদারকি করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়।
মূলত এই ৭টি জায়গা থেকেই বড় মিছিল আসবে ধর্মতলায়
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শেষ ২১ জুলাইয়ের সমাবেশ। উত্তর-দক্ষিণ কলকাতা এবং সল্টলেক মিলিয়ে ১৪টি জায়গায় কর্মী, সমর্থকদের রাখার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শ্যামবাজার পাঁচ মাথার মোড়, হেদুয়া পার্ক, হাজরা মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন, মূলত এই ৭টি জায়গা থেকেই বড় মিছিল আসবে ধর্মতলায়।
গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলিতে থাকছে পুুলিশ পিকেট
মিছিলের নেতৃত্বে থাকবেন মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। ৯টি জায়গায় বসানো হচ্ছেজায়ান্ট স্ক্রিন। ভিড় নিয়ন্ত্রণে ২৩টি জায়গায় ড্রপগেট এবং একাধিক জায়গায় থাকছে ব্যারিকেড। সভাস্থলের কাছে ভিক্টোরিয়া হাউসের সামনে, লালবাজারের সামনে এবং পার্ক স্ট্রিট, এই ৩টি জায়গায় থাকবে ক্যুইক রেসপন্স টিম QRT. ১৮টি জায়গায় অ্যাম্বুল্যান্স থাকছে। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। লালবাজারে থাকছে অতিরিক্ত বাহিনী। গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলিতে থাকছে পুুলিশ পিকেট।