কলকাতা: উত্সবের মরশুম শেষ। বাজারে সবজির দাম (Vegetable Price Hike) এখনও চড়া। পটল ৬০-৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, ফুলকপি ৩০-৫০ টাকা, টোম্যাটো ৮০ টাকা, লঙ্কা ৮০-১০০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, ক্যাপসিকাম দেড়শো টাকা, পেঁয়াজকলি দেড়শো, সিম ১২০ টাকা, কড়াইশুঁটি ২০০ টাকা কেজি। কেন চড়া সবজির দাম (Vegetable Price )? বিক্রেতারা বলছেন, গরমের সবজির শেষের মুখে। সেভাবে এখনও শীতের সবজি ওঠেনি। তার ওপর মাঝেমধ্যেই বৃষ্টি। দুয়ে মিলে ক্রমশ চড়ছে সবজির দাম।


অন্যদিকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। টানা ১৪ দিন পরে আজও পেট্রোল ও ডিজেলের (Petrol and Diesel Price) দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলি।  দুই জ্বালানির নতুন দর আজ ইতিমধ্যেই প্রকাশ করেছে তেল কোম্পানিগুলি। তাতে এদিনও দামের কোনও পরিবর্তন হয়নি। গত কয়েক মাসে টানা মূল্যবৃদ্ধির পর আপাতত পেট্রোল ও ডিজেলের দাম গত কয়েক দিনে একই রয়েছে। আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী,  আজ (Petrol-Diesel Price on 18th November 2021) কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা।


সরকার দীপাবলির আগের দিন পেট্রোলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়েছিল। পেট্রোল ও ডিজেলের ওপর উৎপাদন শুল্ক কেন্দ্র হ্রাস করায় দাম কিছুটা কমেছিল। তারপর থেকে আর পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা।মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৯.৯৮ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪.১৪ টাকা।চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৪০ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৪২ টাকা ।


আরও পড়ুন: Dilip Ghosh: “এঁদো পুকুরে ছিলেন, ওখানেই চলে যান,'' প্রবীরকে তোপ দিলীপের