সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুলিশের পিস্তল তৃণমূল কর্মীর হাতে! সেলফি তুলে নিজেই সোশাল মিডিয়ায় আপলোড করলেন তৃণমূল কর্মী। পুলিশের নাইন এম এম পিস্তল হাতে বাগদার তৃণমূল কর্মীর ছবি ভাইরাল হতেই শোরগোল।


বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বনগাঁ পুলিশ জেলার সুপার। সূত্রের খবর, বাগদায় উপনির্বাচনের দিন পুলিশের ব্যবহৃত গাড়ির চালক ছিলেন তৃণমূল কর্মী সোনাই ঘোষ। ভোট চলাকালীনই, বনগাঁ পুলিশ জেলার মহিলা থানার এক এএসআই-এর থেকে পিস্তলটি চেয়ে ছবি তোলেন তিনি, খবর সূত্রের। উপনির্বাচনের দিন বাগদার মালিপোঁতায় বুথ জ্যামের অভিযোগ উঠেছিল। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী বাবাই ভোটারদের ভয় দেখাচ্ছিলেন। যদিও, তৃণমূলের দাবি বাবাই দলের কর্মী নন, তিনি বিজেপির লোক। 


সম্প্রতি অস্ত্র সমেত গ্রেফতার হয়েছিলেন মালদার মানিকচকের বিজেপির পঞ্চায়েত প্রধান-সহ ৬ জন। পুলিশের দাবি, রাতে আমবাগানে অস্ত্র কেনাবেচার ডিল চলছিল। সেইসময় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। বিজেপির দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে পঞ্চায়েত প্রধানকে। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।  অস্ত্র কেনাবেচার কারবারে জড়িত বিজেপি পঞ্চায়েত প্রধান, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল মালদার মানিকচকে।

 

গ্রেফতার হয়েছেন বিজেপি পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ ৬ জন। উদ্ধার হয়েছে একটি 7 MM পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ৭টি মোবাইল ফোন ও দুটি মোটরবাইক। রাতে আমবাগানের মধ্যে আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ৮-৯ জন দুষ্কৃতী ছিল, এর মধ্যে ২-৩ জন চম্পট দেয়। পুলিশ ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে বিজেপির পঞ্চায়েত প্রধান দেবাশিস মণ্ডলের কাছ থেকে আগ্নেয়াস্ত্র মিলেছে বলে পুলিশের দাবি।

 



মানিকচক নাজিরপুর গ্রাম পঞ্চায়েত ধৃত বিজেপি প্রধান বলেছেন, 'মানিকচক থানা বলে না, এটা টোটালটা হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস। টোটালটা কারসাজি আছে। আমার কাছে অস্ত্র পাওয়া যায়নি। একজন শুধু বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল। জাস্ট আমার কাছে বসেছিল। এর মধ্যে পুলিশ এসে অ্যাটাক করে। তারপরে আমাদের সবাইকে তুলে নিয়ে চলে আসে।'লোকসভা ভোটে মানিকচক বিধানসভা ও নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে বিজেপি।গেরুয়া শিবিরের দাবি, সেই আক্রোশেই মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।