কলকাতা : দক্ষিণবঙ্গে আষাঢ় শেষেও বৃষ্টির অভাব।  বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তেমনটা হয়নি। কয়েকটি জায়গায় সামান্য কয়েক মিনিটের বৃষ্টি হয়েছে মাত্র। শুক্রবার পূর্বাভাস অনুসারেই বৃষ্টির দেখা মিলল। ভোর হয়ই মেঘ-ঢাকা আকাশ দেখে। ভোর রাত থেকে শহরজুড়ে মুষলধারের বৃষ্টি।

বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি চলবে স্থানীয়ভাবে।  পশ্চিমের জেলাগুলিতে শুক্র - শনিবার দিনভর বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ লাগোয়া ও পশ্চিমের দু-এক জেলায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির রয়েছে।

কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এই বৃষ্টি খুব একটা স্বস্তি দিতে পারবে না। আবারও রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও, সন্তোষজনক বৃষ্টি হবে না।

আজ শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে । আর্দ্রতা জনিত অস্বস্তিও ভোগাবে কলকাতাবাসীকে।  বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদিনই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত কলকাতা ও  দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মহানগরে হালকা বৃষ্টি হবে। সেই সঙ্গে বৃষ্টি হবে -

  • পূর্ব ও পশ্চিম বর্ধমান
  •  বীরভূম
  •  মুর্শিদাবাদ
  • নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া 

    আগামী ২৪ ঘণ্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। নিচের দিকের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে।

    শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, দার্জিলিং আলিপুরদুয়ার  জলপাইগুড়ি জেলাতে। কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। 

     

    আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া। সরাসরি আইএমডি -র ওয়েবসাইট থেকে । 

    7 Day's Forecast
    Date Min Temp Max Temp Weather
    12-Jul 27.0 34.0
    Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
    13-Jul 27.0 33.0
    Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
    14-Jul 28.0 35.0
    Generally cloudy sky with Light rain
    15-Jul 29.0 35.0
    Partly cloudy sky with possibility of development of thunder lightning
    16-Jul 29.0 35.0
    Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
    17-Jul 28.0 34.0
    Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
     
    আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

    আরও পড়ুন :

     শনি ও চন্দ্রের সমাসপ্তক যোগ, ৫ রাশির উপর কঠিন প্রভাব ! বাঁচার ৫ উপায় কী