কলকাতা:   বিধানসভায় জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে রাজনীতির আঁচ। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের সূচনা করে বেরিয়ে যাওয়ার পর সেখানে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেরিয়ে যাওয়ার আগে স্পিকার বলেন, এই অনুষ্ঠানে বিরোধী দলনেতার আসা উচিত ছিল। বিরোধীরা বিধানসভার মর্যাদা বুঝতে অসুবিধে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও, সব অভিযোগ উড়িয়ে শুভেন্দু অধিকারীর দাবি, আগে পিএসি নিয়ে তৈরি হওয়া বিতর্ক দূর করুন অধ্যক্ষ। উল্টে সরকারপক্ষই এই অসহযোগিতা তৈরি করেছে বলে অভিযোগ শুভেন্দুর।


প্রতিবারই বিধানসভায় জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ  অনুষ্ঠান হয়। এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও দু-তিনজন বিধায়ক উপস্থিত ছিলেন। অতীতে বিরোধী দলনেতাও উপস্থিত থাকতেন এই অনুষ্ঠানে। 


এদিন অধ্যক্ষ অনুষ্ঠানের সূচনা করে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করা। 


এর আগে অধ্যক্ষ বলেন, বিধানসভা সবার। অতীতে বিরোধীরা এই অনুষ্ঠানে থাকতেন। এখন তাদের বিধানসভার মর্যাদা বুঝতে অসুবিধা হচ্ছে। আশা করি, ভবিষ্যতে তাঁদের শুভবুদ্ধির উদয় হবে। 


অধ্যক্ষর মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শুভেন্দু বলেন, তাঁরা তো এসেছেন। অধ্যক্ষ যখন থাকবেন, তখনই আসতে হবে, এমনটা নাও হতে পারে। কারণ, অধ্যক্ষও ব্যস্ত থাকেন, তাঁদেরও ব্যস্ততা রয়েছে। একইসঙ্গে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সংক্রান্ত বিতর্কের প্রসঙ্গও উল্লেখ করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, পিএসি বিতর্কটা মিটিয়ে নিলেই সবঠিক হয়ে যাবে। 


উল্লেখ্য, এবার পিএসি চেয়ারম্যান করা হয়েছে মুকুল রায়কে। কৃষ্ণনগরের উত্তরের বিধায়ককে পিএসি-র চেয়ারম্যান করা নিয়ে বিজেপি তীব্র প্রতিবাদ জানিয়েছে।  বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন মুকুল। কিছুদিন আগে তিনি ফের তৃণমূলে ফিরেছেন। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার জন্য বিজেপি জানিয়েছে। পিএসি চেয়ারম্যান বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। পিএসি বিতর্কে  রাজ্য বিধানসভার সব'কটি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির বিধায়করা।  মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।