Bhawanipur By-election 2021 Result Live : ভবানীপুরে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ৫৮ হাজারের বেশি ভোটে জয়

WB By-election 2021 Result Live Updates: ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Oct 2021 08:22 PM
Bhawanipur By-election 2021 Result Live: মমতার জয়ের সার্টিফিকেট সংগ্রহ করলেন সুব্রত বক্সী

ভবানীপুরে রেকর্ড ভোটে জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন ৫৮ হাজার ৮৩৫ ভোটে। এরপর তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভবানীপুর আসনের উপনির্বাচনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয়ের সার্টিফিকেট সংগ্রহ করেছেন। সংবাদসংস্থা এএনআইকে রিটার্নিং অফিসার জানিয়েছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদিত ব্যক্তি সুব্রত বক্সীর হাতে সার্টিফিকেটটি তুলে দিয়েছি।

WB By-election 2021 Result Live : ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় একাই পেলেন সত্তর শতাংশেরও বেশি ভোট

২০১১-য় নিজের রেকর্ডকে ২০২১-এ ছাপিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সুব্রত বক্সী জিতেছিলেন ৪৯ হাজার ৯৩৬ ভোটে।  উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মার্জিন বাড়িয়ে করেন ৫৮ হাজার ৮৩৫ ভোটে। অর্থাত, দ্বিগুণেরও বেশি ভোট।।

Bhawanipur By-election 2021 Result Live: ভবানীপুরের ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডের কাঁটা উপড়ে ফেলল তৃণমূল

ভবানীপুরের ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডের কাঁটা উপড়ে ফেলল তৃণমূল। উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত, আটটা ওয়ার্ডের সবক’টায় লিড পেল তারা। ফল ঘোষণার পর প্রথম সাংবাদিক বৈঠকে আলাদা করে, এই বিষয়টা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, বিজেপি ছাপ্পাভোটের অভিযোগ তুলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে।

WB By-election 2021 Result Live : ভবানীপুরের উপনির্বাচনে জয়ের পর, এবার টার্গেট দিল্লি?

ভবানীপুরে জিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ইঙ্গিতপূর্ণভাবে সেই ভারতের প্রসঙ্গ। এদিন জিতে তিনি বলেন, ভারতের মানুষকে ধন্যবাদ। ভবানীপুর ছোট্ট জায়গা, বৃত্তটা অনেক বড়। 

Bhawanipur By-election 2021 Result Live: জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন বিজেপির রাজ্য সভাপতির

জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন। ভোট শতাংশর পরিমাণই প্রমাণ করে, সবাই ভোট দিতে পারেননি। বিজেপিকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ।এই সমর্থন পাথেয় করে চার কেন্দ্রের উপ নির্বাচনে ভাল ফল করবে বিজেপি, দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

WB By-election 2021 Result Live : বিধানসভায় আরও শক্তি বাড়ল তৃণমূলের

একুশের বিধানসভা ভোটে ২১৩টি আসনে জিতেছিল তৃণমূল। ভবানীপুরে  ৫৯ হাজার ভোটে, ভবানীপুরে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের উপনির্বাচনই নয়, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও জয়ী হয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের বিধায়ক সংখ্যা বেড়ে হল ২১৫। 

Bhawanipur By-election 2021 Result Live: মমতার জয়ে কী জানালেন অধীর?

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এটার জন্য ভবিষ্যৎ বাণী করার দরকার ছিল না। কিন্তু তাঁকে ঘিরে উচ্ছ্বাস অনেক কম। ভোটদানের হারেই তার প্রমাণ মিলেছে। বললেন অধীর চৌধুরী।

WB By-election 2021 Result Live : আবির খেলে, মিষ্টিমুখ করিয়ে বিজয়োৎসব পালন সল্টলেকে

ভবানীপুর কেন্দ্রে অনেকটাই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের দত্তাবাদে দলনেত্রীর ছবি নিয়ে, আবির খেলে, মিষ্টিমুখ করিয়ে বিজয়োত্সব পালন করলেন তৃণমূল কর্মী, সমর্থকরা। এলাকায় বিজয় মিছিলও বের হয়।

Bhawanipur By-election 2021 Result Live: ভবানীপুরের যদুবাবুর বাজারে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস

ভবানীপুরের যদুবাবুর বাজারে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস। পথচলতি মানুষকেও মাখানো হল আবীর। হাততালি দিয়ে জয়ের আনন্দ পালন করেন তৃণমূল কর্মীরা। উৎসবে সামিল হলেন খোদ মদন মিত্র। 

WB By-election 2021 Result Live : একুশের বিধানসভা ভোটের দ্বিগুণ ব্যবধানে জয় মমতার

একুশের বিধানসভা ভোটের দ্বিগুণ ব্যবধানে জয় মমতার 

Bhawanipur By-election 2021 Result Live: কোনও ওয়ার্ডে আমরা হারিনি, জয়ের পর বললেন মমতা

কোনও ওয়ার্ডে আমরা হারিনি, জয়ের পর বললেন মমতা। 

WB By-election 2021 Result Live : ২০১১-র উপনির্বাচনের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন মমতা 

২০১১-র উপনির্বাচনের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন মমতা 

Bhawanipur By-election 2021 Result Live: ভবানীপুরে ৫৮ হাজারের বেশি ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ৫৮ হাজারের বেশি ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB By-election 2021 Result Live : ভবানীপুরে বিপুল ভোটে জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরে বিপুল ভোটে জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ রাউন্ডের গণনা শেষ, বাকি আর মাত্র ২ রাউন্ড। 

Bhawanipur By-election 2021 Result Live: ভবানীপুরে ৫২ হাজার ১৭ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরে ৫২ হাজার ১৭ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB By-election 2021 Result Live : এপর্যন্ত মোট ভোটের ১৯ শতাংশ পেয়েছেন বিজেপি

এপর্যন্ত মোট ভোটের ১৯ শতাংশ পেয়েছেন বিজেপি। 

Bhawanipur By-election 2021 Result Live: এপর্যন্ত মোট ভোটের ৭৬ শতাংশ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

এপর্যন্ত মোট ভোটের ৭৬ শতাংশ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB By-election 2021 Result Live : ভোট পরবর্তী হিংসা ঠেকাতে পদক্ষেপ নিতে রাজ্যকে নির্দেশ কমিশনের

ভোট পরবর্তী হিংসা ঠেকাতে পদক্ষেপ নিতে রাজ্যকে নির্দেশ কমিশনের

Bhawanipur By-election 2021 Result Live: জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন

জঙ্গিপুরে ৩৭ হাজার ৬১৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন

WB By-election 2021 Result Live : একুশের বিধানসভা ভোটে পিছিয়ে থাকা ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে মমতা

একুশের বিধানসভা ভোটে পিছিয়ে থাকা ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে মমতা 

Bhawanipur By-election 2021 Result Live: ভবানীপুরে ৩৬ হাজার ৪৫৭ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরে ৩৬ হাজার ৪৫৭ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

WB By-election 2021 Result Live : ভবানীপুরের যদুবাবুর বাজারে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস

ভবানীপুরের যদুবাবুর বাজারে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস। পথচলতি মানুষকেও মাখানো হল আবীর। হাততালি দিয়ে জয়ের আনন্দ পালন করেন তৃণমূল কর্মীরা। উৎসবে সামিল হলেন খোদ মদন মিত্র।

WB By-election 2021 Result Live : করোনা পরিস্থিতিতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের, মুখ্যসচিবকে চিঠি

করোনা পরিস্থিতিতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। মুখ্যসচিবকে চিঠি।

WB By-election 2021 Result Live : সপ্তম রাউন্ডের গণনায় ৩১ হাজার ৩৩টি ভোট পেলেন মমতা

সপ্তম রাউন্ডের গণনায় ৩১ হাজার ৩৩টি ভোট পেলেন মমতা । বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেলেন ৫ হাজার ৭১৯টি ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস সপ্তম রাউন্ডের গণনায় পেলেন ৫২৭টি ভোট।

WB By-election 2021 Result Live : ভবানীপুরে বিপুল ভোটে এগিয়ে মমতা

ভবানীপুরে বিপুল ভোটে এগিয়ে মমতা। ৩১ হাজার ৬৪৫ ভোটে এগিয়ে তিনি.।

WB By-election 2021 Result Live : জঙ্গিপুর ও সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থীরা

জঙ্গিপুরে ১৫ হাজার ৭৪৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। ৬ হাজার ৪০৯ ভোটে এগিয়ে।

WB By-election 2021 Result Live : বেলা গড়ালেও হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয় ফাঁকা

বেলা গড়ালেও হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয় ফাঁকা। দেখা নেই নেতা-কর্মীদের। শুনশান বিজেপি কার্যালয়

WB By-election 2021 Result Live : ভবানীপুরে ২৭ হাজার ৫০২ ভোটে এগিয়ে মমতা

ভবানীপুরে ২৭ হাজার ৫০২ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর-সহ ৩ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস

WB By-election 2021 Result Live : ভবানীপুরে ১২৪৩৫ ভোটে এগিয়ে মমতা

ভবানীপুরে ১২৪৩৫ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় রাউন্ডের গণনায় ৯৯৭৪টি ভোট পেলেন মমতা 

WB By-election 2021 Result Live : মালদায় পথচলতি মানুষকে মিষ্টিমুখ তৃণমূলের

জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল। মালদায় পথচলতি মানুষকে করানো হচ্ছে মিষ্টিমুখ। গড়বেতায় নাচ তৃণমূলকর্মীদের।

WB By-election 2021 Result Live : পঞ্চাশ হাজারের উপর মার্জিন হবে, দাবি ফিরহাদের

ভবানীপুরে গণনার প্রথম ধাপে অনেক এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিন্ত থাকুন, পঞ্চাশ হাজারের উপর মার্জিন হবে, জানালেন ফিরহাদ। কালীঘাটে উড়ছে সবুজ আবির।


 

WB By-election 2021 Result Live : প্রিয়ঙ্কা টিবরেওয়াল প্রথম রাউন্ডে পেলেন ৮৮১ ভোট

বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল প্রথম রাউন্ডে পেলেন ৮৮১ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস প্রথম রাউন্ডের গণনায় পেলেন ৮৫ ভোট।

WB By-election 2021 Result Live : ভবানীপুরে ২৭৯৯ ভোটে এগিয়ে মমতা

ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭৯৯ ভোটে এগিয়ে তিনি। প্রথম রাউন্ডের গণনায় ৩৬৮০ ভোট পেলেন মমতা।

WB By-election 2021 Result Live : ভবানীপুরে পোস্টাল ব্যালটের গণনা শেষ, এগিয়ে মমতা

ভবানীপুরে পোস্টাল ব্যালটের গণনা শেষ। গণনায় এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। লিড হবে পঞ্চাশ থেকে আশি হাজারের, দাবি ফিরহাদের। 

WB By-election 2021 Result Live : জঙ্গিপুরে ১৭১৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

জঙ্গিপুরে ১৭১৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী । প্রথম রাউন্ড গণনার শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন।

WB By-election 2021 Result Live : দ্বিতীয় রাউন্ডের শেষে ২৪০০ ভোটে এগিয়ে মমতা

ভবানীপুরে ২৪০০ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে তিনি। ভবানীপুর-সহ ৩ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস।

WB By-election 2021 Result Live : ভবানীপুরে এগিয়ে মমতা

ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টাল ব্যালটে এগিয়ে তিনি।

WB By-election 2021 Result Live : "বড় বড় কথা বলে নিক ওরা", তৃণমূলকে কটাক্ষ দিলীপের

শাসক দলকে কটাক্ষ বিজেপির। দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'বড় বড় কথা বলে নিক ওরা (তৃণমূল)। ফল ঘোষণা হলেই বোঝা যাবে কে কোথায় দাঁড়িয়ে। ওরা টার্গেট দিচ্ছে। ওটাই যে বাস্তব, তা তো নয়।'

WB By-election 2021 Result Live : ভবানীপুর সহ তিন কেন্দ্রে শুরু গণনা

ভবানীপুর সহ তিন কেন্দ্রে শুরু হয়েছে গণনা। ভবানীপুর উপনির্বাচনের গণনা চলছে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। অন্যদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে ভোট গণনা চলছে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ কেন্দ্রের।

WB By-election 2021 Result Live : সকাল ৮টা থেকে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে শুরু হয়ে গেল ভোট গণনা

ভবানীপুর উপনির্বাচনের ফল। সকাল ৮টা থেকে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে শুরু হয়ে গেল ভোট গণনা।

WB By-election 2021 Result Live : জঙ্গিপুরে গড় ধরে রাখার চ্যালেঞ্জ প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের

মুর্শিদাবাদের জঙ্গিপুরে ত্রিমুখী লড়াই। গড় ধরে রাখার চ্যালেঞ্জ প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের। কতটা দাঁত ফোটাতে পারবে বাম-বিজেপি? ২৬ রাউন্ডের গণনায় নজর রাজ্যের। 

WB By-election 2021 Result Live : ভবানীপুরে ২১ রাউন্ডের গণনায় কার কিস্তিমাৎ ?

দেশের নজরে হাইভোল্টেজ ভবানীপুর। সহজ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের? নাকি চমক প্রিয়ঙ্কা টিবরেওয়ালের? আত্মবিশ্বাসী বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও। ২১ রাউন্ডের গণনায় কার কিস্তিমাৎ? 

WB By-election 2021 Result Live : সামশেরগঞ্জে হবে ২৪ রাউন্ড গণনা

মুর্শিদাবাদের আরেক বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জে লড়াই চতুর্মুখী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে বিজেপির প্রার্থী মিলন ঘোষ। ময়দানে আছেন কংগ্রেসের জইদুর রহমান ও বামেদের মোদাস্সর হোসেন। সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে। 

WB By-election 2021 Result Live : মুর্শিদাবাদের দুই কেন্দ্রের গণনা জঙ্গিপুর পলিটেকনিক কলেজে

মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে ভোট গণনা হবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয়েছে ত্রিমুখী। তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সুজিত দাস। বাম প্রার্থী জানে আলম মিয়া। জঙ্গিপুরে ২৬ রাউন্ড গণনা হবে

WB By-election 2021 Result Live : ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে

আর কিছুক্ষণের অপেক্ষা। ঘোষণা হবে ভবানীপুর উপনির্বাচনের ফল। ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। ২১ রাউন্ড গণনা হবে এখানে। ভবানীপুরে ভোটের ফল যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ এখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।

WB By-election 2021 Result Live : ভবানীপুরের ফল ঘোষণার আগে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়ঙ্কার

ভবানীপুরের ফল ঘোষণার আগে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। হিংসা রুখতে কলকাতা পুলিশকে কঠোর নির্দেশ দিন, আর্জি বিজেপি প্রার্থীর।

WB By-election 2021 Result Live : আজ ভবানীপুর-সহ ৩ কেন্দ্রের রায়

আজ ভবানীপুর-সহ ৩ কেন্দ্রের রায়। দলনেত্রীর জয়ের ব্যবধান আরও বাড়ানোয় আত্মবিশ্বাসী তৃণমূল। গণনা শেষ না হওয়া পর্যন্ত এজেন্টদের কাউন্টিং হল না ছাড়ার নির্দেশ বিজেপির।

প্রেক্ষাপট

আজ ভবানীপুর-সহ ৩ কেন্দ্রে ভোটের ফল ঘোষণা। ভবানীপুর ছাড়াও রয়েছে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফল। আঁটোসাঁটো নিরাপত্তায় মোড়া হয়েছে স্ট্রংরুমগুলিকে। তবে সকলের নজর এখন ভবানীপুরে। এই কেন্দ্রের ভোট গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। ভবানীপুরে গণনা হবে ২১ রাউন্ড। জঙ্গিপুরে ২৬ রাউন্ড ও সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে ভোট গণনাকেন্দ্রগুলি। 


যদিও গোটা দেশের নজর এখন ভবানীপুরের দিকে। কারণ, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৮টা থেকে শুরু গণনা প্রক্রিয়া। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মোড়া থাকবে গণনাকেন্দ্র। প্রথম বলয়ে থাকবে স্থানীয় পুলিশ। দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ। তৃতীয় বলয় - অর্থাৎ গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী। থাকবেন কেন্দ্রীয় বাহিনীর ২৪ জন জওয়ান। সকালে গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা হবে ১৪৪ ধারা।


অন্যদিকে, মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ভোট গণনা হবে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। কমিশন সূত্রের খবর, জঙ্গিপুরে ২৬ রাউন্ড এবং সামশেরগঞ্জের ২৪ রাউন্ড গণনা হবে। গত ২৬ এপ্রিল, সপ্তম দফায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট হওয়ার কথা থাকলেও দুই প্রার্থীর মৃত্যুর কারণে তা স্থগিত হয়ে যায়। গত বৃহস্পতিবার, ভবানীপুরের পাশাপাশি বকেয়া ভোটগ্রহণ হয় ওই দুই কেন্দ্রেও। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয় ত্রিমুখী।তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সুজিত দাস। আরএসপি প্রার্থী জানে আলম মিঞা। সামেশরগঞ্জে লড়াই চতুর্মুখী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণমূলের আমিরুল ইসলামের বিরুদ্ধে বিজেপি প্রার্থী মিলন ঘোষ। ময়দানে আছেন কংগ্রেসের জইদুর রহমান ও সিপিএমের মোদাসসর হোসেন। 


উপনির্বাচনের গণনার আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল, বিজেপি দুই দলই। ফিরহাদ হাকিম বলেন, "ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত। ৫০ থেকে ৭০ হাজার ভোটে জিতবেন তৃণমূল নেত্রী। আমাদের কাছে মমতার ভোট লড়াই একটা উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত জিতবেন, সবাই জানে। কত ভোটে জিতবেন, তার প্রতীক্ষায় সবাই।" অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, "আমরা জনতার উপরে ভরসা রেখেছি। হাতে আমাদের যা ক্ষমতা ছিল সেই ক্ষমতা নিয়ে আমরা প্রচার করেছি আমাদের প্রার্থী অসাধারণ লড়াই করেছেন।" এদিকে, প্রতিকূল পরিস্থিতিতে এই লড়াই হয়েছে, এমনটাই দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর।


প্রসঙ্গত, গত ৭ এপ্রিল, সপ্তম দফায় ভোট হয় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ২৮ হাজার ৭১৯ ভোটে হারান বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে। ৫ মাসের মধ্যে সেই ভবানীপুরেই উপ নির্বাচন। ভোটের ফলাফলে তৃণমূল সরকারের ওপর কোনও প্রভাব না পড়লেও, মুখ্যমন্ত্রিত্বের দিক থেকে এই ভোটের ফল যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ এখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সিপিএমের হয়ে লড়ছেন শ্রীজীব বিশ্বাস। ৩০ সেপ্টেম্বরের উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৫৫ শতাংশ। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট পড়েছিল এর থেকে অনেকটাই বেশি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.