Bhawanipur By-election 2021 Result Live : ভবানীপুরে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ৫৮ হাজারের বেশি ভোটে জয়

WB By-election 2021 Result Live Updates: ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Oct 2021 08:22 PM

প্রেক্ষাপট

আজ ভবানীপুর-সহ ৩ কেন্দ্রে ভোটের ফল ঘোষণা। ভবানীপুর ছাড়াও রয়েছে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফল। আঁটোসাঁটো নিরাপত্তায় মোড়া হয়েছে স্ট্রংরুমগুলিকে। তবে সকলের নজর এখন ভবানীপুরে। এই কেন্দ্রের ভোট গণনা...More

Bhawanipur By-election 2021 Result Live: মমতার জয়ের সার্টিফিকেট সংগ্রহ করলেন সুব্রত বক্সী

ভবানীপুরে রেকর্ড ভোটে জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন ৫৮ হাজার ৮৩৫ ভোটে। এরপর তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভবানীপুর আসনের উপনির্বাচনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয়ের সার্টিফিকেট সংগ্রহ করেছেন। সংবাদসংস্থা এএনআইকে রিটার্নিং অফিসার জানিয়েছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদিত ব্যক্তি সুব্রত বক্সীর হাতে সার্টিফিকেটটি তুলে দিয়েছি।