সন্দীপ সরকার, রঞ্জিৎ সাউ, কলকাতা: ভবানীপুর কেন্দ্রে অনেকটাই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের দত্তাবাদে দলনেত্রীর ছবি নিয়ে, আবির খেলে, মিষ্টিমুখ করিয়ে বিজয়োৎসব পালন করছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। 


অন্যদিকে, ভবানীপুরের যদুবাবুর বাজারে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস। পথচলতি মানুষকেও মাখানো হল আবির। হাততালি দিয়ে জয়ের আনন্দ পালন করেন তৃণমূল কর্মীরা। উৎসবে সামিল হন মদন মিত্র। তিনি গান গেয়ে বিজেপিকে কটাক্ষ করেন।


দলনেত্রীর জয়ের আশায় কালীঘাটে উৎসবে মাতলেন তৃণমূল কর্মীরা। উড়ছে সবুজ আবির।


ভবানীপুর-সহ রাজ্যের তিন কেন্দ্রে এগিয়ে তৃণমূল। জেলায় জেলায় উৎসবের ছবি। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান বাড়ার সঙ্গে সঙ্গে আসানসোল সিটি বাস স্ট্যান্ডে আবির মেখে উৎসবে মাতলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সদস্যরা। পোড়ানো হয় আতসবাজি।


নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে তৃণমূল অফিসেই পালন করা হল বিজয়োৎসব। সকাল থেকেই টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন কর্মী, সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান বাড়তেই শুরু হয় আবীর খেলা। পোড়ানো হয় আতসবাজি। বিলি করা হয় মিষ্টি।


পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতেও তৃণমূল কর্মী, সমর্থকদের বিজয়োল্লাস। গুঁইয়াদহ গ্রামে সবুজ আবির মেখে, ডিজে বক্স বাজিয়ে চলছে নাচ।


পিংলার মাদপুরে তৃণমূল বিধায়ক অজিত মাইতির বাড়িতে বিজয়োৎসব পালন করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। এলাকায় বিজয় মিছিলও করেন তাঁরা।


মালদার ইংরেজবাজারে পোস্ট অফিস মোড়ে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস। ঢাক বাজিয়ে নাচ। চলছে আবির খেলা। পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হচ্ছে।


এদিকে, ‘ভোটের ফল প্রকাশের পর হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে, রাজ্য প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। মুখ্যসচিবকে চিঠি লিখে জানাল নির্বাচন কমিশন। কমিশনের চিঠিতে এও বলা হয়েছে, ‘অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটের ফল প্রকাশের পর কোনওরকম বিজয় উৎসব পালন করা যাবে না।