সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীতের আমেজ বজায় থাকলেও ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিক। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার। দক্ষিণবঙ্গের বাকি জেলা ও উত্তরবঙ্গেও শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩-৪ দিন ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ার পরিবর্তন হবে। পশ্চিমী ঝঞ্ঝায় ফের আটকে যাবে উত্তুরে হাওয়া। তার জেরে বঙ্গে ফের কমবে শীতের আমেজ।

 

 

ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা। বছরের শুরুতেই শীতের ব্যাটে রানের খরা। ঠান্ডার আমেজ গায়ে মেখে শীতের মরশুমি ফল, পিঠে পুলি, খাওয়ার আনন্দ মাটি।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,  শুক্রবার থেকে ৪ দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।  কিছু কিছু জেলায় কুয়াশার সতর্কতা থাকছে।  আগামী ১০ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, ঝাড়খণ্ড সংলগ্ন রাজ্যের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। 

দেখে নিই কেমন থাকতে পারে আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া 

দিন সর্বনিম্ন 
তাপমাত্রা
সর্বোচ্চ
তাপমাত্রা
সারাদেন কেমন যাবে
0৭-Jan ১৪.0 ২৫.0 সকাল সকাল কুয়াশা, পরে ঝকঝকে দিন
১৮-Jan ১৫.0 ২৬.0 ঝকঝকে দিন
০৯-Jan ১৭.0 ২৭.0 ঝকঝকে দিন
১০-Jan ১৮.0 ২৭.0 ঝকঝকে দিন

গতকালই আলিপুর আবহাওয়া দফতর  জানিয়েছে, শুক্রবার থেকে  ৪ দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ১০ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, ঝাড়খণ্ড সংলগ্ন রাজ্যের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেন শীতের এই ছন্দপতন? আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া।  তার জেরেই বাড়ছে তাপমাত্রা।শুধু আগামী ৪ দিনই নয়, আবহাওয়া দফতরের পূর্বাভাস, তারপরও তাপমাত্রার বড় একটা হেরফের হওয়ার সম্ভাবনা কম।  তাহলে এই মরসুমে কি কনকনে ঠান্ডার আমেজ আর রাজ্যবাসী সেভাবে পাবেন না?  পশ্চিমী ঝঞ্ঝার গতিপ্রকৃতির মধ্যেই এর উত্তর লুকিয়ে। 

আরও পড়ুন: Rice Price Hike: মিনিকেট থেকে গোবিন্দভোগ, এবার চালের দামেও আগুন