সঞ্চয়ন মিত্র, কলকাতা : ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা। বছরের শুরুতেই শীতের (Winter) ব্যাটে রানের খরা। ঠান্ডার আমেজ গায়ে মেখে শীতের মরশুমি ফল, পিঠে পুলি, খাওয়ার আনন্দ মাটি। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meterological Office) পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে ৪ দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার মুখে দেওয়াল তুলেছে পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণেই তাপমাত্রার বৃদ্ধি বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। তবে কিছু কিছু জেলায় কুয়াশার সতর্কতা থাকছে। আগামী ১০ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, ঝাড়খণ্ড সংলগ্ন রাজ্যের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, '৪ দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে শুক্রবার থেকে। ১০ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, ঝাড়খণ্ড সংলগ্ন রাজ্যের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।'
কিন্তু কেন শীতের এই ছন্দপতন? আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তার জেরেই বাড়ছে তাপমাত্রা। শুধু আগামী ৪ দিনই নয়, আবহাওয়া দফতরের পূর্বাভাস, তারপরও তাপমাত্রার বড় একটা হেরফের হওয়ার সম্ভাবনা কম। তাহলে এই মরশুমে কি কনকনে ঠান্ডার আমেজ আর রাজ্যবাসী সেভাবে পাবেন না? পশ্চিমী ঝঞ্ঝার গতিপ্রকৃতির মধ্যেই এর উত্তর লুকিয়ে।
একঝলকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা-
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
একঝলকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা
পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন- শীতের আমেজ বজায় থাকলেও ফের ঊর্ধ্বমুখী পারদ, আজ কেমন উত্তর ২৪ পরগণার আবহাওয়া?