কলকাতা: রাজ্যে কমছে করোনার (Corona) সংক্রমণ। শুক্রবার (Friday) রাজ্যের (West Bengal) স্বাস্থ্য দফতর (WB Health Department) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,৫২৩ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের (State Corona Cases) সংখ্যা বেড়ে হল ২০,০৩,৬৯২ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ১,৯১৬ জন। শুক্রবার রাজ্যে করোনা সংক্রমিত অ্যাক্টিভ রোগীর সংখ্যা  ২০,২১৩ জন। 


এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। গতকালও রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ৩৫। সবমিলিয়ে রাজ্যে আজ করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০,৭৫৮ জন। রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। আজ রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,৪২১ জন। সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৯.৬২,৭২১ জন। 


অন্যদিকে ওমিক্রনের (COVID Variant Omicron) হাত ধরে অতিমারি (Coronavirus Pandemic) বিদায় নেবে কি না, তা নিয়ে জল্পনা চলছে। তার মধ্যে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (Daily COVID Cases) কমল খানিকটা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার মানুষ। একই সঙ্গে সংক্রমণের হার সামান্য কমে ৯.২ শতাংশ হয়েছে, গত কাল যা ছিল ১২.০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭২ জন করোনা রোগীর।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে মোট সংক্রমণের ৩.২ শতাংশ সক্রিয় করোনা রোগী (Daily COVID Update)। সুস্থতার হার রয়েছে ৯৫.৩৯ শতাংশে। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯।


গত ২৪ ঘণ্টায় কেরলেই সবচেয়ে বেশি সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে। সেখানে এক দিনে মারা গিয়েছেন ৬০১ জন। ৭৫ জন করোনা রোগী মারা গিয়েছেন মহারাষ্ট্রে। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জন করোনা রোগীর। বাংলায় এক দিনে রোগী মৃত্যুর সংখ্যা ছিল ৩৬। ৩০ জন মারা গিয়েছেন তামিলনাড়ুতেও।