কলকাতা: গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৪,৪৯৪ জন। আজকের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৯৬৯ জন। অর্থাৎ কালকের তুলনায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। যদিও জানুয়ারির শুরুতে যেভাবে সংক্রমণের গ্রাফ বেড়েছিল তার তুলনায় এখন অনেকটাই কমেছে সংক্রমণ। সংখ্যাটা প্রায় ২৫ হাজার থেকে নেমেছে ৪ হাজারে। সরকারি হিসেবে আজ রাজ্যে করোনা সংক্রমিত সক্রিয় রোগীর সংখ্যা ৬৭,৩৬৯ জন। যা গতকালের তুলনায় ১২,৭৯৯ জন কম।
এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। গতকাল মৃতের সংখ্যা ছিল ৩৬। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ২০,৪৪৫ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৫.৫৬ শতাংশ। করোনা সংক্রমণমুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭,৭৩৪ জন।
দেশে করোনায় ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। দেশে মোট আক্রান্তের সংখ্যা চার কোটি পার। বাড়ল সংক্রমণ-হারও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬১৪।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮৫ হাজার ১১৬। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৯১ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ১৬ দশমিক ১৬ শতাংশ। অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৬ লক্ষ ১৪ হাজার ৪৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩৫ কোটি ৭৯ লক্ষ ৬৩ হাজার ৮৯৫।