কলকাতা: পুজোর শুরুতে ৬০০-র কোটায় দৈনিক সংক্রমণ থাকলেও আজ অষ্টমীতে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন  ৭৭১ জন। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৭৮,৪৮২ জন। আজ অর্থাৎ ১৩ অক্টোবর রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৬৫৭ জন। গতকালের থেকে ১৫ জন কম।


এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। গতকাল মৃত্যু হয়েছিল ১০ জনের অর্থাৎ মৃত্যুর সংখ্যা বাড়ল। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,৯৩৫ জন। 


গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৭৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭৭৫ জন। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্য়ে করোনামুক্ত হয়েছেন মোট ১৫,৫১,৪৯০ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। আজ উল্লেখযোগ্যভাবে কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েছে সব রেকর্ড ছাড়িয়ে আজ কলকাতায় করোনা সংক্রমিত ২০৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। সংক্রমণের নিরিখে এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ১২৮ জন। মৃত্যু ৪ জনের। 


একদিকে, উত্‍সবের মরসুমে দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২২৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮২৩ জন। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ১৮৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ১ হাজার ৭৪৩।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৬৫৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৩ লক্ষ ৪২ হাজার ৯০১ জন। একদিনে সুস্থ হয়েছেন ২২ হাজার ৮৪৪ জন। অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লক্ষ ৬৪ হাজার ৬৩২ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৮৬ লক্ষ ৬৭ হাজার ৮১৭।