কলকাতা: পুজোর পরই রাজ্যে কার্যত উদ্বেগ বাড়িয়ে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। গতকাল রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৯৮৯ জন। আজ সংখ্যাটি খানিকটা কমে হল ৮০৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৮৭,২৬০ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী ২৫ অক্টোবর রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৭,৮৬৯ জন। গতকালের থেকে ১৩ জন কম।


এই সময়পর্বে রাজ্য়ে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা হল ১৯,০৬৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮০৭ জন। শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে সবমিলিয়ে করোনামুক্ত হয়েছেন ১৫,৬০,৩২৫ জন। রাজ্যসরকারের বুলেটিন অনুযায়ী গতকালের তুলনায় আজ করোনা নমুনাও কম পরীক্ষা হয়েছে। গতকাল স্যাম্পেল টেস্টের সংখ্যা ৪২ হাজারের বেশি ছিল। আজ ২৯ হাজার টেস্ট হয়েছে।


দেশে ১০০ কোটির টিকাকরণের উত্সব শেষ হতেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা-গ্রাফ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সাড়ে চারশোর কাছাকাছি। তবে কমেছে দৈনিক সংক্রমণ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩০৬। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ৭১২ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৮৯ হাজার ৭৭৪। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৬৯৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৬৭ হাজার ৩৬৭। একদিনে ১৮ হাজার ৭৬২ জন সুস্থ হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৯ লক্ষ ৪৭ হাজার ৬৩৬ জনের। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৩৬ লক্ষ ১১ হাজার ৪৮২।


উল্লেখ্য, ৫-১১ বছর বয়সীদের করোনা টিকাকরণ নিয়ে আশার আলো। ছাড়পত্র মিললে আগামী মাসের গোড়াতেই টিকাকরণ শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফওসি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। মার্কিন বিশেষজ্ঞকে উদ্ধৃত করে প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরেই আমেরিকায় ৫-১১ বছর বয়সী অধিকাংশের করোনা টিকাকরণ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।


ইতিমধ্যেই এই টিকা সংক্রান্ত সব নথি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জমা দিয়েছে ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার-এনবায়োটেক। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সংক্ষেপে সিডিসি টিকাকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অনুমোদন মিললে ৫-১১ বছর বয়সীদের দেওয়া হবে ফাইজারের টিকার দুটি ডোজ।