কলকাতা: গতকালও ৭০০-র কোটাতেই ছিল। আজ সামান্য বেড়ে ৮০০-র ঘরে সংক্রমণ। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (WB Health ) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬২ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৯৪,৪৯৫ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭২৫ জন।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্য়ু হয়েছে ১১ জনের। গতকালের তুলনায় কিছুটা বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। গতকাল করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৮ জন। পাশাপাশি রাজ্যে সরকারের হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৮৭১ জন। এ নিয়ে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সেরে সুস্থ হয়েছেন ১৫,৬৭,২০৯ জন।
অন্যদিকে, দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃত্যু। তবে কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪২৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৮ হাজার ৮৮০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৯৬ হাজার ২৩৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৭৭৬। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৮৩ হাজার ৫৮১ জন। একদিনে ১৫ হাজার ২১ জন সুস্থ হয়েছেন।
বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫০ লক্ষ ৪ হাজার ৯০১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৭১ লক্ষ ৯ হাজার ১৯। তবে উদ্বেগের বিষয় হল, এখনও পর্যন্ত বিশ্বে ৫০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়।