কলকাতা: আর একদিন পরেই কালীপুজো (Kalipuja)। উৎসবের মরসুমে মেট্রোসূচিতে ফের বদল আনল রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে কালীপুজো রাতে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। ফি বছর কালীপুজোর (KaliPuja 2021) রাতে দক্ষিণেশ্বর মন্দির (Dakshineswar), কালীঘাট মন্দির (Kalighat) চত্বরে প্রচুর ভক্ত সমাগম হয়, ভিড়ও বাড়ে। করোনা আবহে (Corona) সেই ভিড় সামাল দিতেই মেট্রো (Kolkata Metro) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 


 





মঙ্গলবার কলকাতা মেট্রো (Metro Railway Kolkata)র তরফে জানানো হয়েছে, কালীপুজোর দিন অর্থাৎ ৪ নভেম্বর রাতে একটি বেশি ট্রেন চালানো হবে। এটি কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhas) থেকে সোজা দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhas) থেকে রাত ১০ টায় ছাড়বে এই বাড়তি মেট্রোটি। কালীপুজোর রাতে ওই ট্রেনে সহজেই কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন যাত্রারা। কালীপুজোর দিন (Kali Puja 2021) সর্বমোট ২১৫ টি ট্রেন পরিষেবা পাবেন যাত্রীরা।



মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশনের (Kavi Subhas) উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিট নাগাদ এবং দমদম থেকে কবি সুভাষ স্টেশনের (Kavi Subhas) উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯ টায়। দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু হবে সকাল সাড়ে ৭টায়। অন্যান্য দিনের মতোই ৭ মিনিট অন্তর মেট্রো রেল চলাচল করবে। এছাড়াও মেট্রো রেলওয়ের তরফে জানানো হয়েছে, এদিনেও স্মার্ট কার্ডেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। কোনও টোকেন পরিষেবা থাকবে