কলকাতা: জাতীয় গ্রন্থাগারের কর্মসূচিতে অমিত শাহর মুখে উঠে এল স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানের কথা। বললেন, ‘নেতাজির অবদানকে ভোলা যাবে না।’
ন্যাশনাল লাইব্রেরিতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সেখানে নেতাজিকে লোকপ্রিয় নেতা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, অনেক চেষ্টা হয়েছিল নেতাজির অবদানকে ভুলিয়ে দেওয়ার। তিনি বলেন, দেশনায়কের অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। লোকপ্রিয় নেতা ছিলেন সুভাষচন্দ্র, গাঁধীজীর প্রার্থীর বিরুদ্ধে লড়েছিলেন।
তিনি মনে করিয়ে দেন, ‘নেতাজির অবদানকে ভোলা যাবে না। তাই তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী তাই কেন্দ্র পালন করছে।’
এখানেই থেমে থাকেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘কেরিয়ারের কথা যদি ভাবতেন সুভাষবাবু, তাহলে কে দিত স্বাধীনতা আন্দোলনে প্রেরণা?’
নেতাজির পাশাশাশি ঋষি অরবিন্দ ও শহিদ ক্ষুদিরামের কথাও উঠে আসে অমিত শাহর মুখে। বলেন, ‘স্মরণ করা হচ্ছে ক্ষুদিরামের মতো বিপ্লবীদের। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ওঠা সহজ নয়। ঋষি অরবিন্দ বলেছিলেন, ভারত উন্নতির শীর্ষে যাবে।’
অমিত যোগ করেন, ‘স্বাধীনতা আন্দোলনে অনেকে সর্বস্ব সঁপে দিয়েছেন। সবার বলিদানের জোরে আজ ভারত স্বাধীন। বিপ্লবীদের স্মরণ করেন, শ্রদ্ধা করেন এমন যুবা প্রজন্মই চাই।’