কলকাতা: একদা সহযোদ্ধা, এখন প্রবল প্রতিপক্ষ। বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের দিকে কটাক্ষ ছুড়ে দিলেন ফিরহাদ হাকিম।
বিজেপিতে যোগ দেওয়ার পর দোসরা ফেব্রুয়ারি বেহালায় প্রথমবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রোড শো করেন শোভন চট্টোপাধ্যায়।
এর এক সপ্তাহ পর জনসভা করেন শোভন-বৈশাখী জুটি। সেখানেই সোমবার পাল্টা সভা করে নাম না করে শোভন চট্টোপাধ্যায়ের পারিবারিক সমস্যা নিয়ে কটাক্ষ করেন ফিরহাদ হাকিম।
তৃণমূল নেতা ও মন্ত্রী বলেন, যে নিজের সীতাকে ছেড়ে অন্য সীতার কাছে আছে সে এখন রামভক্ত সেজেছে! যে বাবা সন্তানের দায়িত্ব নিতে পারে না সে এখন জনতার দায়িত্ব কী নেবে।
পাল্টা জবাব দিয়েছেন শোভনও। কলকাতা জোনের বিজেপি পর্যবেক্ষক বলেন, সীতা হল হিন্দু ধর্মে পতিব্রতা নারীর প্রতীক, ফিরহাদ হিন্দুধর্মের কিছু বুঝবে না, সীতার সঙ্গে তুলনা হয় না, সেটা দেখালে হিন্দু ধর্মের তাঁর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।
শোভন যোগ করেন, যেভাবে তিনি জীবনযাত্রা চালিয়েছেন, সে জায়গায় দাঁড়িয়ে পতিব্রতা নারীর পরিচয় দেওয়ার চেষ্টা করছেন ফিরহাদ তা বাস্তবসম্মত নয়।
নেতাজী জয়ন্তীতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভিক্টোরিয়ায় মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে ওঠা মাত্র জয় শ্রীরাম স্লোগান নিয়েও এদিন মুখ খোলেন ফিরহাদ হাকিম। বলেন, জয় শ্রীরামে আপত্তি নেই, কিন্তু সেটা মন্দিরে বলুন, বাড়িতে বলুন, রাস্তায় নেমে কেন রামের নাম অপমান করছেন।
পাল্টা শোভন বলেন, রামের দল বলে যে কথা বলবার চেষ্টা হচ্ছে সেই দলে থাকতে পেরে নিজেকে গর্ব অনুরোধ করি।
সব মিলিয়ে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর প্রাক্তন দলের মধ্যে বাগযুদ্ধ তুঙ্গে।