রুমা পাল, কলকাতা: ২০২১-এর নির্বাচন সাদামাটা নির্বাচন নয়, এই নির্বাচনে ‘রাম’ কার্ড নয়, ‘জনতা কি কার্ড’-ই আসল ৷ ছাত্র-যুব-দের এমনই বার্তা দিলেন বেহালা পশ্চিম এর বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এদিন ঠাকুরপুকুরে ছাত্র-যুব রাজনৈতিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম বিধানসভা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে ৷ সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে। বাড়াতে হবে জনসংযোগ। তৃণমূল সরকার আসার পর আইনের শাসন স্থাপন হয়েছে। একটিও রাজনৈতিক খুন নেই । বামেদের আমলে রক্তাক্ত ছিল বেহালা ৷ কিন্তু আজ উন্নয়নের পথে হাঁটছে ৷ এমনটাই মন্তব্য বেহালা পশ্চিমের বিধায়কের। বুথে বুথে মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ দেন ছাত্র-যুবদের। বুথে বুথে মানুষের কাছে পৌছানোর নির্দেশ দেন ছাত্র-যুবদের। দ্রুত শুরু করতে হবে দেওয়াল লিখন। আগামী ১৭ তারিখ বুথে বুথে দলীয় পতাকা উত্তোলন দিবস পালন করতে হবে । গলিতে রাস্তায় তৃণমূল কংগ্রেসের পতাকায় ছেয়ে ফেলতে হবে একটাই ৷ তৃণমূল কংগ্রেসের মুখ একজনই- মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনই নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়ের।


ছাত্র-যুবদের উদ্দেশ্যে বলেন সিপিআইএম এবং কংগ্রেস বিজেপি-কে পিছন থেকে সমর্থন করছে। সিপিআইএম নিজেদের রাজনীতি ভুলে গিয়েছে ৷ যে কংগ্রেসের সঙ্গে তাদের বিরোধ, তাদের সঙ্গেই এখন হাত মিলিয়েছে।


ছাত্র-যুব রাজনৈতিক সম্মেলনে সাংসদ মালা রায় বলেন বিজেপি-র বড় বড় বুলি, তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে প্রমাণ করুন। অন্যদিকে এই সম্মেলনে পুর প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশীষ কুমার বলেন, লড়াইটা তৃণমূল কংগ্রেস আর বিজেপির নয়, ছাত্র পরিষদের সঙ্গে আরএসএস-এর। ছাত্র-যুবদের প্রতি তার বার্তা আবেগ দিয়ে শৃঙ্খলা-কে উড়িয়ে দিতে হবে। ওরা বাইরে থেকে আসছে ৷ নির্বাচনের পর আর তাদের খুঁজে পাওয়া যাবে না।


পুর-প্রশাসক মন্ডলীর আরেক সদস্য তারক সিং বলেন মানুষের কাছে পৌঁছতে গেলে ৩৪ বছরে কী হয়নি আর নয় ৷ এবার গত ১০ বছরে তৃণমূল সরকার কী কাজ করেছে সেই খতিয়ানই তুলে ধরতে হবে। মানুষ ভুলে যায় ৷ তাদের আবারও মনে করাতে হবে কী কী উন্নয়ন হয়েছে, এই তৃণমূল সরকারের আমলে। ইভিএম-এ মক পোলের সময় সতর্ক থাকতে হবে প্রতিনিধিদের। হেরে যাওয়ার পর ইভিএম খারাপ বললে হবে না, কোনও ইভিএম খারাপ থাকলে আগেই জানাতে হবে নেতৃত্ব-কে ।


এভাবেই ছাত্র যুবদের উদ্বুদ্ধ করলেন তাঁরা। জনসংযোগ এবং উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট বৈতরণী পার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। যেভাবে বিজেপি ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে তা প্রতিহত করতে তৃণমূল ছাত্র-যুব-দের ভোটের আগে রাজনৈতিকভাবে চাঙ্গা করার জন্য সব প্রশ্নের উত্তরই তাদের সামনে তুলে ধরলেন। ভোট কুশলী পি কে যেমন ক্লাস নিচ্ছেন নেতা-নেত্রীদের সেই ক্লাসে পড়ানো সবকিছু তারা উজাড় করে দিচ্ছেন ছাত্র যুবদের। সময়ই বলবে কে জিতল। রেসে!