কলকাতা : "আমি রিল্যাক্সড, কারণ আমি জানি, ৫০ হাজারের বেশি ব্যবধানে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনার দিন মমতাদি খুব বেশি কারোর সঙ্গে কথা বলেন না।" বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। 


ভবানীপুরে প্রথম থেকেই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। রবিবাসরীয় সকালে চড়ছে উত্তেজনার পারদ। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা চলছে। মোট ২১ রাউন্ড গণনা হবে।


গোটা দেশের নজর এখন ভবানীপুরের দিকে। কারণ, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মোড়া রয়েছে গণনাকেন্দ্র। প্রথম বলয়ে রয়েছে স্থানীয় পুলিশ। দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ। তৃতীয় বলয় - অর্থাৎ গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ২৪ জন জওয়ান। সকালে গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা হবে ১৪৪ ধারা।


অন্যদিকে, মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ভোট গণনা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। কমিশন সূত্রের খবর, জঙ্গিপুরে ২৬ রাউন্ড এবং সামশেরগঞ্জের ২৪ রাউন্ড গণনা হবে। গত ২৬ এপ্রিল, সপ্তম দফায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট হওয়ার কথা থাকলেও দুই প্রার্থীর মৃত্যুর কারণে তা স্থগিত হয়ে যায়। গত বৃহস্পতিবার, ভবানীপুরের পাশাপাশি বকেয়া ভোটগ্রহণ হয় ওই দুই কেন্দ্রেও। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয় ত্রিমুখী। তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সুজিত দাস। আরএসপি প্রার্থী জানে আলম মিঞা। সামেশরগঞ্জে লড়াই চতুর্মুখী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণমূলের আমিরুল ইসলামের বিরুদ্ধে বিজেপি প্রার্থী মিলন ঘোষ। ময়দানে আছেন কংগ্রেসের জইদুর রহমান ও সিপিএমের মোদাসসর হোসেন। 


উপনির্বাচনের গণনার আগেই জয় নিয়ে ফিরহাদ হাকিম বলেছিলেন, "ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত। ৫০ থেকে ৭০ হাজার ভোটে জিতবেন তৃণমূল নেত্রী। আমাদের কাছে মমতার ভোট লড়াই একটা উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত জিতবেন, সবাই জানে। কত ভোটে জিতবেন, তার প্রতীক্ষায় সবাই।" অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, "আমরা জনতার উপরে ভরসা রেখেছি। হাতে আমাদের যা ক্ষমতা ছিল সেই ক্ষমতা নিয়ে আমরা প্রচার করেছি আমাদের প্রার্থী অসাধারণ লড়াই করেছেন।" এদিকে, প্রতিকূল পরিস্থিতিতে এই লড়াই হয়েছে, এমনটাই দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর।