দীপক ঘোষ, কলকাতা:  মার্চের ২ এবং ৩ তারিখ কলকাতায় রোড শো করবেন অমিত শাহ। ২ তারিখ উত্তর কলকাতা ও ৩ তারিখ দক্ষিণ কলকাতায় রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর কলকাতায় রোড শো হবে টালা থেকে ধর্মতলা পর্যন্ত। দক্ষিণ কলকাতায় রাসবিহারী থেকে রবীন্দ্র সদন পর্যন্ত রোড শো করবেন অমিত শাহ।


এর আগে গত ১৮ ও ১৯ তারিখ রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটমুখী বাংলায় পদ্মফোটানোর লক্ষ্যে বিভিন্ন ভোটব্যাঙ্কের উদ্দেশে একদিনে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন অমিত শাহ। 


বিপুল সংখ্যক পার্শ্বশিক্ষকদের মন জয় করতেও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। বলেন, পার্শ্বশিক্ষকরা আন্দোলন করছেন। আদি গঙ্গায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। কথা দিচ্ছি, বিজেপি ক্ষমতায় এলে বেতন বাড়াতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। 


নামখানা থেকে ‘পরিবর্তন যাত্রা’-র সূচনা করেন।নামখানায় উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। মৎস্যজীবী সুব্রত বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজের মেনুতে ছিল ঘি-ভাত, ডাল, সব্জি, আলু-ফুলকপির তরকারি, পনিরের তরকারি, চাটনি ও পাঁপড়। কাকদ্বীপে রোড শো করেন। 


নামখানার সভা থেকে, ফের সেই প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করলেন অমিত শাহ। নামখানার সভা থেকে সরকারি কর্মী থেকে মৎস্যজীবীদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। 


পরের দিন ন্যাশনাল লাইব্রেরিতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ এই অনুষ্ঠানের পর একটি সাইকেল মিছিলেরও সূচনা করেন শাহ।