কলকাতা: শুক্রবার বিকেল সাড়ে চারটেয় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনের নির্বাচন কমিশনের। যেখানে ঘোষণা করা হবে হাইপ্রোফাইল বঙ্গ বিধানসভার দিন। সূত্রের খবর, সাত থেকে নয় দফায় হতে পারে পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন।


আগের তিনটি বিধানসভা নির্বাচনের খতিয়ান বলছে, প্রত্যেকবারই বাড়ানো হয়েছিল ভোটের দফার সংখ্যা। ২০১৬ বিধানসভায় ভোট হয়েছিল ৭ দফায়, ২০১১ ও ২০০৬ বিধানসভায় যথাক্রমে ৬ ও ৫ দফায়।


 


একঝলকে দেখে নেওয়া যাক, গত তিন বিধানসভা ভোটের বিস্তারিত চিত্র-


২০১৬ সালের বিধানসভা-


২০১৬ সালে গত বিধানসভা ভোট হয়েছিল ৭ দফায়। সেবার ৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত হয়েছিল ভোট।


৪ এপ্রিল ১১ আসনে ভোট দিয়ে গতবার বঙ্গ বিধানসভা নির্বাচন শুরু হয়। ১১ এপ্রিল ৩১ আসন, ১৭ এপ্রিল ৫৬, ২১ এপ্রিল ৬২, ২৫ এপ্রিল ৪৯, ৩০ এপ্রিল ৫৩ ও ৫ মে ২৫ আসনে হয়েছিল ভোট।


গতবার ভোটের ফলাফল ঘোষণা হয়েছিল ১৯ মে।


যেখানে পুননির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার।


 ২০১১ বিধানসভা-


সালের বিধানসভা ভোট হয়েছিল ৬ দফায়। সেবার ১৮ এপ্রিল থেকে ১০ মে-র মধ্যে হয়েছিল বঙ্গে ভোট।


১৮ এপ্রিল ৫৪ আসনে ভোট দিয়ে ২০১১ সালে শুরু হয়েছিল বঙ্গ বিধানসভা ভোট। ২২ এপ্রিল ৫০ আসন, ২৭ এপ্রিল ৭৫ আসন, ৩ মে ৬৩ আসন, ৭ মে ৩৮ আসন ও ১০ মে আসনে হয়েছিল ভোট।


ভোটের ফলাফল ঘোষণা হয়েছিল ১৩ মে।


যেখানে দীর্ঘ ৩৪ বছরের বাম জমানা শেষ করে ক্ষমতা দখল করেছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


(আরও পড়ুন


https://bengali.abplive.com/news/india/west-bengal-elections-2021-election-commission-likely-announce-today-bengal-assam-puducherry-tamil-nadu-kerala-assembly-election-2021-date-schedule-803455/amp )


২০০৬ সাল-


২০০৬ সালে বঙ্গ বিধানসভা ভোট হয়েছিল ৫ দফায়। সেবার ১৭ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত হয়েছিল ভোট।


সেবার ১৭ এপ্রিল ৪৫ আসনে, ২২ এপ্রিল ৬৬ আসন, ২৭ এপ্রিল ৭৭ আসন, ৩ মে ৫৭ আসন ও ৮ মে ৪৯ আসনে ভোট হয়েছিল।


২০০৬ সালে ভোটের ফল ঘোষণা হয়েছিল ১১ মে।


ভোটের প্রাক্কালে বেশ সরকারবিরোধী হাওয়া দেখা গেলেও ভোটের ফলাফলে দেখা যায় ব্যাপক ব্যবধানে জিতে ক্ষমতায় ফেরে বুদ্ধদেব ভট্টচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার।