কলকাতা: রোজই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। এই অবস্থায় রাজ্যবাসীর জন্য সুখবর দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের অংশের সেস থেকে পেট্রোপণ্যের দামে ১ টাকা ছাড় দেওয়ার কথা জানালেন তিনি।


পেট্রোপণ্যের দাম কমাতে উদ্যোগী রাজ্য, সেস থেকে ১ টাকা ছাড় দিচ্ছে রাজ্য। সোমবার মধ্যরাত থেকে যা রাজ্যে কার্যকর হবে।


৯০ পেরিয়েছে আগেই। এবার ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রোলের দাম! ভোটের মুখে লাগাতার পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের মুখে বড় চমক রাজ্য সরকারের। 


লাগাতার বেড়ে চলা পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনতে এবার ১ টাকা সেস কমালো রাজ্য সরকার ৷ ২২ ফেব্রুয়ারি রাত ১২টার পর থেকে, রাজ্যে ১ টাকা কম দামে মিলবে পেট্রোল-ডিজেল। টানা ১২ দিন ধরে দামবৃদ্ধির পর, রবিবার সামান্য কমে জ্বালানির দাম। গত ৯ ফেব্রুয়ারি, কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৩৩ পয়সা বেড়ে হয়েছিল  ৮৮ টাকা ৬৩ পয়সা।  


টানা ১২ দিন দাম বাড়ার পর শনিবার তা দাঁড়িয়েছিল ৯১ টাকা ৭৮ পয়সায়। রবিবার ৬ পয়সা কমে কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম দাঁড়ায় ৯১ টাকা ৭২ পয়সা। গত ৯ ফেব্রুয়ারি, কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে হয়েছিল  ৮১ টাকা ৬ পয়সা।  


টানা ১২ দিন দাম বাড়ার পর শনিবার তা দাঁড়িয়েছিল ৮৪ টাকা ৫৬ পয়সায়। রবিবার ৫ পয়সা কমে কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম দাঁড়ায় ৮৪ টাকা ৫১ পয়সা। এমন এক দিনেই বড় ঘোষণা করল রাজ্য সরকার।, অর্থমন্ত্রী অমিত মিত্রের কথায় ‘‘আমরা মানবিকতার প্রেক্ষিতে একটু স্বস্তি দেওয়ার জন্য, ১ টাকা করে পেট্রোল-ডিজেলে সেস কমালাম, ২২ তারিখ রাত ১২টার পর থেকে দাম কমবে। পেট্রোল ডিজেলের দামে রাজ্যের তরফ থেকে ১ টাকা কম করে দিলাম।’’


লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার থেকেই পথে নেমেছে তৃণমূল। সোমবার প্রধানমন্ত্রীর বঙ্গসফরের দিনও তা জারি থাকবে। এরই মধ্যে বিধানসভা ভোটের আগে পেট্রোল-ডিজেলে সেস না নিয়ে মানুষের পাশেই দাঁড়ানোর বার্তা দিল রাজ্যের শাসকদল। তৃণমূল মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, মানুষের পাশে আমরাই আছি...৷


কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা যথাযথভাবে ব্যবহার করছে না তৃণমূল সরকার। বিধানসভা ভোটের আগে রাজ্যে এসে বারবার এই অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা। এদিন পেট্রোল-ডিজেলে সেস কমিয়ে তারও জবাব দিয়েছেন অমিত মিত্র। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার রাজ্যে এসে বলছেন, ট্যুইট করছেন বাংলার উন্নয়নের জন্য মোদি সাড়ে ৩ লক্ষ কোটি টাকা দিয়েছে। ডাহা মিথ্যা কথা। চূড়ান্ত অপপ্রচার।


ভোটের মুখে তরজা চলছে, চলবেও। কিন্তু রাজ্য সরকারের এই সেস কমানোর উদ্যোগ ভোটে কি তাদের ডিভিডেন্ট দেবে? উত্তর দেবে সময়।