সঞ্চয়ন মিত্র, কলকাতা : নিম্নচাপের ( Depression ) মেঘ কাটতেই ব্যাটিং শুরু করেছে উত্তুর হাওয়া। কলকাতায় এক ( Kolkata Weather ) ধাক্কায় ফের ২ ডিগ্রি নামল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
আগামী কয়েকদিন আবহাওয়া এমনই থাকবে। বজায় থাকবে শীতের আমেজ। তবে মাঝ ডিসেম্বরেও ( December Winter ) শীত নিয়ে আশার খবর শোনাতে পারেনি আবহাওয়া দফতর। এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই।
ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আমেজে তাল কাটে
গত শনিবার দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আমেজে তাল কাটে পূর্ব ভারতের বাংলায়। এক রাতে দু’ডিগ্রির বেশি পারদ চড়ে কলকাতায়। শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি।
শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় মান্দাসের পরোক্ষ প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের সব রাজ্যেই আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দেয় আলিপুর আবহাওয়া দফতর। তবে তার দুদিনের মধ্যেই ফের কমল শহরের তাপমাত্রা। তবে কনকনে শীত এখনও অধরাই।
কলকাতায় আকাশ মেঘলা বা আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন :
শীতের অনুভূতি উধাও, এখনও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
12-Dec | 17.0 | 28.0 | Partly cloudy sky | |
13-Dec | 17.0 | 28.0 | Mainly Clear sky | |
14-Dec | 18.0 | 29.0 | Mainly Clear sky | |
15-Dec | 18.0 | 29.0 | Mainly Clear sky | |
16-Dec | 18.0 | 29.0 | Partly cloudy sky | |
17-Dec | 16.0 | 28.0 | Mainly Clear sky | |
18-Dec | 16.0 | 28.0 | Mainly Clear sky |