লে: নানা কাজকর্মে যুক্ত ছিলেন। তারই মধ্যে করোনা আক্রান্ত হয়ে পড়লেন লাদাখের বিজেপি সাংসদ জামিয়াং শেরিং নামগিয়াল। রবিবার কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গে ২৫ কিলোমিটার সাইকেল দৌড়ে যোগ দেন তিনি।

শেরিং লাদাখের বিজেপি সভাপতিও। নিজের করোনা হওয়ার ব্যাপারে টুইট করে তিনি জানিয়েছেন। বলেছেন, তাঁর শরীর ভাল আছে, কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। শেষ কদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের আইসোলেশনে থাকার ও করোনা পরীক্ষা করানোর অনুরোধ করেছেন তিনি।

রিজিজুর নেতৃত্বে ফিট ইন্ডিয়া সাইক্লোথনে যোগ দেন শেরিং। রবিবার লে বিমানবন্দরে রিজিজুকে স্বাগত জানান। ফিট ইন্ডিয়া ফ্রিডম রান নামে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে ১৫ অগাস্ট থেকে, চলবে ২ অক্টোবর পর্যন্ত। এরই অংশ হিসেবে লের অনুষ্ঠানে যোগ দেয় বেশ কয়েকটি স্থানীয় সাইক্লিং অ্যাসোসিয়েশন, ছিলেন ক্রীড়াপ্রেমীরা। মানুষকে খেলাধুলোয় উৎসাহ দিতে শেরিং সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৬০০ মিটার ওপরে সাইকেল চালান। এরপর রিজিজুর সঙ্গে লের স্পিটুকের কাছে ওপেন স্টেডিয়াম এবং জিমন্যাসিয়াম হলে একটি সিন্থেটিক ট্র্যাক ও ফুটবলের অ্যাস্ট্রো টার্ফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর এবং লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ কাউন্সিলর গিয়াল পি ওয়াংগিয়াল উপস্থিত ছিলেন। ছিলেন স্থানীয় খে্লোয়াড় এবং আইএএস ও আইপিএস অফিসাররা।

লাদাখে এখনও পর্যন্ত ৪০ জনের করোনায় মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ১৭ জন মারা গিয়েছেন লেতে ও ২৩ জন কার্গিল। তবে সুস্থ হয়ে উঠেছেন ৭৩ শতাংশ রোগী।