রাঁচি: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা হামলায় প্রাণ হারিয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। এঁদের মধ্যে একজন বিহারের ভোজপুর নিবাসী কুন্দন কুমার ওঝা। ২৮ বছরের কুন্দনের আদি নিবাস বিহিয়া থানার অন্তর্গত পাহাড়পুর গ্রাম। তবে গত ৩০ বছর ধরে গোটা পরিবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে থাকেন।


বাড়ির ছেলের মৃত্যুর খবর মিলতেই, সেখানে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে। এমনকী, বিহারে থাকা পরিজনরাও শোকে বিহ্বল। কুন্দনের এই অকালপ্রয়াণ কেউ বিশ্বাস করতেই পারছেন না।


বাবা রবিশঙ্কর ওঝা পেশায় কৃষক। ১০ বছর আগে, সেনায় যোগ দিয়েছিলেন কুন্দন। ২ বছর আগে বিয়ে হয়। কিন্তু, সবচেয়ে মর্মান্তিক বিষয় হল-- মাত্র ১৭ দিন আগে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন স্ত্রী নেহা।


সদ্যোজাত কন্যার মুখ দেখার আগেই দেশের জন্য এই পৃথিবী ত্যাগ করতে হল প্রাণবন্ত যুবককে। এটাই পরিবার - বিশেষ করে স্ত্রীর কাছে বিশাল বড় ধাক্কা হয়ে এসেছে।


ঘরে প্রথম কন্যাসন্তান আসায় সকলেই খুশি ছিলেন। শেষবার মায়ের সঙ্গে কথা হয়েছিল কুন্দনের। মাকে ছেলে বলেছিল, শীঘ্রই সে ঘরে ফিরবে।


ছেলে ফিরল তবে কফিনে শায়িত হয়ে। একথা কুন্দনের মা থেকে শুরু করে পরিবারের বাকি সদস্যরা যেন বিশ্বাসই করতে পারছেন না।