নয়াদিল্লি: পূর্ব লাদাখে এপ্রিল পূর্ববর্তী পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টায় ভারত ও চিন কয়েকটি বিষয় সহমত হয়েছে। চিন সম্ভবত ফিঙ্গার ৮ থেকে সেনা সরিয়ে নেবে কিন্তু ডেপস্যাং প্লেনস নিয়ে যে বিতর্ক চলছে সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।

এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এ মাসের ৬ তারিখ চুশুলে দুপক্ষের অষ্টম রাউন্ড মিলিটারি কমান্ডার পর্যায়ের আলোচনায় ঠিক হয়েছে, তিন ধাপে ডিসএনগেজমেন্ট প্রপোজালের ওপর কাজ করবে ভারত-চিন। এর মধ্যে সেনা সরিয়ে নেওয়াও রয়েছে, তবে প্রকৃত পক্ষে কোনও কিছুই এখনও বাস্তবায়িত হয়নি। এ সপ্তাহেই সম্ভবত হবে নবম রাউন্ড আলোচনা, তবে তারিখ এখনও ঠিক হয়নি।

ডিসএনগেজমেন্টের প্রথম ধাপে রয়েছে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ট্যাঙ্ক সরিয়ে নেওয়া।

দ্বিতীয় ধাপে ভারতীয় সেনা ফিঙ্গার ৩-তে ধান সিংহ থাপা পোস্টে ফিরে আসবে, চিনা সেনা ফিরে যাবে ফিঙ্গার ৮-এ।

তৃতীয় ধাপে ভারতীয় সেনা প্যাংগং লেকের দক্ষিণ তীরে রেজাং লা সহ যে ১৩টি গুরুত্বপূর্ণ শৃঙ্গ ও এলাকা দখল করেছে, সেগুলি থেকে তারা ফিরে আসবে। ওই এলাকাগুলির অধিকার ভারতকে চিনা সেনার থেকে কিছুটা এগিয়ে রেখেছিল।

চিন জোর করে ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করায় ৩০ অগাস্ট প্যাংগংয়ের দক্ষিণ তীরে রেচিন লা, রেজাং লা, মুকপারি ও টেবলটপ সহ ১৩টি গুরুত্বপূর্ণ পর্বতচূড়া দখল করে নেয় ভারত। ব্ল্যাকটপের কাছেও সেনা মোতায়েন করে। এই এলাকাগুলির অধিকার ভারতকে চিনা অধীনে থাকা স্প্যাঙ্গুর গ্যাপ ও মোল্ডো গ্যারিসনে প্রাধান্য দিয়েছিল। দু’দেশের সেনা ওই সব পর্বতচূড়ায় মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় মোতায়েন রয়েছেন, ফলে জরুরি ভিত্তিতে দু’পক্ষ সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন ৩০ শতাংশ করে সেনা সরানো হবে বলে জানা গিয়েছে।

সত্যি সত্যিই অপর পক্ষ সেনা সরাচ্ছে কিনা জানা যাবে ড্রোন নজরদারিতে ও বৈঠকের মাধ্যমে।