বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৫৩। সোমবার ৫৬। এই নিয়ে এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত হলেন ৪ লক্ষ ১৬ হাজার ৯৮৪ জন। এখনও অবধি মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৫২ জনের। আর এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭৬ হাজার ৬৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৩১ জন। রাজ্যে সুস্থতার হার ৯০.৩৪ শতাংশ। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮৩৬ জন।
করোনায় বাংলায় দৈনিক মৃত্যুর সংখ্যা পঞ্চাশের নীচে নামল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Nov 2020 12:27 AM (IST)
West Bengal Coronavirus Stats on Wednesday. | বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের।
NEXT
PREV
কলকাতা: স্বস্তির খবর। করোনায় বাংলায় দৈনিক মৃত্যুর সংখ্যা পঞ্চাশের নীচে নামল। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৭২ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৮৯১। সোমবার ৩ হাজার ৯০৭।
বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৫৩। সোমবার ৫৬। এই নিয়ে এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত হলেন ৪ লক্ষ ১৬ হাজার ৯৮৪ জন। এখনও অবধি মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৫২ জনের। আর এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭৬ হাজার ৬৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৩১ জন। রাজ্যে সুস্থতার হার ৯০.৩৪ শতাংশ। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮৩৬ জন।
বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৫৩। সোমবার ৫৬। এই নিয়ে এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত হলেন ৪ লক্ষ ১৬ হাজার ৯৮৪ জন। এখনও অবধি মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৫২ জনের। আর এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭৬ হাজার ৬৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৩১ জন। রাজ্যে সুস্থতার হার ৯০.৩৪ শতাংশ। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮৩৬ জন।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -