পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও সৌভিক মজুমদার, কলকাতা: দেবাঞ্জনকাণ্ড থেকে শিক্ষা। ভিআইপি স্টিকার ও নীল বাতি লাগানো গাড়ি নিয়ে সমস্ত ট্রাফিক গার্ডকে সতর্ক করল লালবাজার। নির্দেশ দেওয়া হয়েছে, ভিআইপি স্টিকার অথবা নীল বাতি লাগানো গাড়ি রাস্তায় বা পার্কিংয়ে দাঁড়িয়ে থাকলে নথি পরীক্ষা করতে হবে। পুলিশ লেখা গাড়ির ক্ষেত্রেও একইভাবে চালাতে হবে নজরদারি।


ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের জেরে রাজ্যজুড়ে আলোড়ন। আর এই পরিস্থিতিতে সতর্ক পুলিশ প্রশাসন। ভ্যাকসিন ক্যাম্প আয়োজন নিয়ে আগেই নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। এবার লালবাজার ট্রাফিক কন্ট্রোলও নীল বাতি ও ভিআইপি স্টিকার লাগানো গাড়ি নিয়ে জারি করল মৌখিক নির্দেশিকা। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের গাড়ি, দেহরক্ষী নিয়ে ঠাটবাট ছিল উঁচুস্তরের আমলার মতো। মঙ্গলবার সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের আধিকারিক পরিচয় দিয়ে গ্রেফতার হয়েছেন যে  যুবক, তাঁর ছিল নীল বাতি লাগানো গাড়ি। গাড়িতে ছিল ভিআইপি স্টিকারও। 


এই প্রেক্ষিতে এবার লালবাজার ট্রাফিক কন্ট্রোলও মৌখিক নির্দেশিকায় সমস্ত ট্রাফিক গার্ডকে জানিয়ে দিল, ভিআইপি স্টিকার ও নীল বাতি লাগানো গাড়ি রাস্তায় দেখা গেলে বা পার্কিংয়ে দাঁড়িয়ে থাকলে নথি পরীক্ষা করতে হবে। পুলিশ লেখা গাড়ি থাকলেও নিতে হবে একই ব্যবস্থা। কোনও গাড়ির নথি নিয়ে সন্দেহ হলে খবর দিতে হবে স্থানীয় থানায়। নীল বাতি লাগানো গাড়ি কারা ব্যবহার করতে পারবেন তা নিয়ে স্পষ্ট সরকারি নির্দেশিকা রয়েছে।


অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ও জাল আইএএস দেবাঞ্জন দেবের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে তা নিয়ে সিবিআই তদন্তের দাবিতে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, যদি ধরেও নিই, তিনি আইএএস ছিলেন, তা হলেও তিনি নীল বাতি লাগানো গাড়ি নিয়ে কীভাবে ঘুরছিলেন? কোনও আইএএস কি পারেন নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে? রাজ্য জুড়ে নীল বাতির অপব্যবহার হচ্ছে কীভাবে?