নয়াদিল্লি: মোদি-মন্তব্যে সাংসদ পদ খারিজ হয়েছে তাঁর। এ বার রাহুল গান্ধীকে (Rahul Gandhi) মামলার হুঁশিয়ারি ললিত মোদির (Lalit Modi)। ব্রিটেনের আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলার করবেন বলে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন আইপিএল কর্তা। রাহুলকে নাজেহাল করে ছাড়বেন বলে ট্যুইট-বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ললিতের তাঁর বিরুদ্ধে


আইপিএল-এ আর্থিক তছরুপে অভিযুক্ত ললিত। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তাঁর বিরুদ্ধে। ২০১০ সাল থেকেই দেশছাড়া তিনি। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন। সেখান থেকেই রাহুলের বিরুদ্ধে বিদেশের আদালতে মামলার হুঁশিয়ারি দিয়েছেন ললিত। কড়া ভাষায় আক্রমণ করতেও ছাড়েননি তিনি।



বৃহস্পতিবার ট্যুইটারে বার্তা পোস্ট করে রাহুলকে হুঁশিয়ারি দিয়েছেন ললিত। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণিত হয়নি। তার পরও কোন যুক্তিতে তাঁকে ফেরার বলছেন রাহুল, জানতে চান তিনি। ভারতের জন্য তিনি এবং তাঁর পরিবার ভারতের জন্য যা করেছেন, গান্ধী পরিবার তার ধারেকাছে নেই বলেও দাবি করেন ললিত।


ট্যুইট-বার্তায় রাহুলকে ‘পাপ্পু’ বলেও আক্রমণ করেন ললিত। তাঁর অভিযোগ, বহু কংগ্রেস নেতার বিদেশে সম্পত্তি রয়েছে। ছবি এবং ঠিকানা-সহ তার প্রমাণ দিতে পারেন তিনি। দেশের ফিরতেও তাঁর কোনও আপত্তি নেই বলে জানান ললিত। তবে তার আগে ভারতে কঠোর মানহানি আইন পাস হওয়া দরকার বলে দাবি করেন। ললিতের হুঁশিয়ারি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি রাহুল।



আরও পড়ুন: Dahi Label Row: হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কের জেরে পিছু হটল কেন্দ্র! দইকে ‘দহি’ লেখার নির্দেশ প্রত্যাহার


২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকে গিয়ে ললিত, নীরব মোদি এবং নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলেন রাহুল। কোটি কোটি টাকা হাতিয়ে দেশত্যাগী হয়েছেন যাঁরা, তাঁদের সঙ্গে বিজেপি-র দহরম মহরম নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। সেই সঙ্গে ব্যাঙ্গাত্মক সুরে প্রশ্ন ছুড়ে দেন যে, সব চোরের পদবী মোদি হয় কী করে। তাতে রাহুলের বিরুদ্ধে গুজরাতে অপরাধমূলক মানহানির মামলা দায়ের হয়। মোদি পদবীর লোকেদের চোর বলে রাহুল ওবিসি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ করা হয়।



গুজরাতের সুরত আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে


সেই মামলার শুনানিতেই সম্প্রতি গুজরাতের সুরত আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে। দু’বছরের সাজা শোনায় তাঁকে। যদিও সাময়িক জামিন পেয়েছেন রাহুল উচ্চ আদালতে আবেদনের জন্য। কিন্তু দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রতিনিধি আইনে রাহুলের সাংসদ পদ খারিজ হয় ২৪ ঘণ্টার মধ্যেই। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠছে। মানহানি মামলায় দু’বছরের সাজা বেনজির বলে মানছেন আইনজীবীদের একাংশও। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই রাহুলের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি ললিতের।