নয়াদিল্লি: বাজেট কতটা জনমোহিনী হল, তার উপর অনেকটাই নির্ভর করে থাকে সরকারের জনপ্রিয়তা। আপাতত ৫ জুলাই অগ্নিপরীক্ষার সম্মুখীন ভারতের প্রথম পূর্ণসময়ের মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নতুন সরকার কী কী চমক আনছে বাজেটে, সেইদিকেই নজর সকলের।
স্বাধীন ভারতে বাজেট পেশ করেছেন বহু অর্থমন্ত্রী। কেউ কেউ পরবর্তীতে সামলেছেন প্রধানমন্ত্রিত্ব কিংবা রাষ্ট্রপতির দায়িত্বও। তালিকাটা নেহাত ছোট নয়!


মোরারজী দেশাই
ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী মোরারজী দেশাই অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেন ১০ বার। ইন্দিরা গাঁধীর জমানাতেও ১৯৬৭ সাল থেকে ১৯৬৯ সাল অবধি অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

বিশ্বনাথপ্রতাপ সিংহ
১৯৮৪ থেকে ৮৭ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর পদে ছিলেন ভিপি সিংহ। পরে ১৯৮৯ সাল থেকে ১৯৯০ পর্যন্ত প্রধানমন্ত্রিত্বও সামলান তিনি।

ইন্দ্র কুমার গুজরাল
দেশের দ্বাদশ প্রধানমন্ত্রী ছিলেন গুজরাল। মাত্র ১১ দিনের জন্য অর্থমন্ত্রীও হয়েছিলেন তিনি।

মনমোহন সিংহ
ভারতের অর্থনীতির ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী মনমোহন সিংহ। একসময় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে ছিলেন মনমোহন। তারপর নরসীমা রাওয়ের সরকারে অর্থমন্ত্রকের ভার ছিল তাঁর উপর। মনমোহনের হাত ধরেই উদার অর্থনীতির পথে হাঁটে ভারত।

জওহরলাল নেহেরু
দেশের প্রথম প্রধানমন্ত্রী ১৯৫৮-৫৯ সালের জন্য অর্থ বাজেট পেশ করেন।

ইন্দিরা গাঁধী
প্রধানমন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি মহিলা হিসেবে প্রথম অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন ইন্দিরা।

আর ভেঙ্কটরমন
দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভেঙ্কটরামনও এককালে অর্থমন্ত্রিত্ব সামলেছেন। তিনবার অর্থবাজেট পেশও করেন তিনি।

প্রণব মুখোপাধ্যায়
দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রক সামলেছেন তুখোড় হাতে। ৮ বার অর্থ বাজেট পেশ করেছেন তিনি। মনমোহন সরকারের অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি।