‘পদ্মাবত’ ছবির ‘খলিবলি’র সঙ্গে মাইকেল জ্যাকসনের ডান্স স্টাইলে ঝড় তুলেছেন জ্যাকি-পুত্র।
‘আমি নিশ্চিত, খলজিও নিজের মুকুট আপনার মাথায় তুলে দিত’ – মাইকেলকে ডান্স ভিডিওটি উৎসর্গ করে মজা করে এই কথা ক্যাপশনে লিখেছেন টাইগার।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কিলিং মাইকেল জ্যাকসন’ জীবনীনির্ভর ডক্যুমেন্টরি। তথ্যচিত্র নিয়ে হইচই হচ্ছে বিস্তর।
মাইকেলের বড় ভক্ত হিসেবে টাইগারের ডান্স ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।