‘পদ্মাবত’ ছবির ‘খলিবলি’র সঙ্গে মাইকেল জ্যাকসনের ডান্স স্টাইলে ঝড় তুলেছেন জ্যাকি-পুত্র। ‘আমি নিশ্চিত, খলজিও নিজের মুকুট আপনার মাথায় তুলে দিত’ – মাইকেলকে ডান্স ভিডিওটি উৎসর্গ করে মজা করে এই কথা ক্যাপশনে লিখেছেন টাইগার। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কিলিং মাইকেল জ্যাকসন’ জীবনীনির্ভর ডক্যুমেন্টরি। তথ্যচিত্র নিয়ে হইচই হচ্ছে বিস্তর। মাইকেলের বড় ভক্ত হিসেবে টাইগারের ডান্স ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খলিবলির সঙ্গে জ্যাকসনের ভঙ্গিমায় নাচ, মাইকেলের মৃত্যুবার্ষিকীতে ডান্স ভিডিও শেয়ার করলেন টাইগার শ্রফ
Web Desk, ABP Ananda | 26 Jun 2019 10:24 AM (IST)
বলিউডে জ্যাকশনের অন্যতম ভক্ত এ-যুগের হার্টথ্রব টাইগার শ্রফ। ২৫ জুন পপ সম্রাটের মৃত্যুবার্ষিকীতে টাইগার তাঁকে শ্রদ্ধা জানালেন এই ভাবে। দেখুন সেই ডান্স ভিডিও।
নয়াদিল্লি: ২০০৯ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পপ তারকা মাইকেল জ্যাকসনের। মাত্র ৫০ বছর বয়সে চাঁদের দেশে পাড়ি দেন মুন ওয়াকের সম্রাট! ১০ বছর পার করেও আজও তিনি ততটাই জীবন্ত অনুরাগীদের মধ্যে। বলিউডে জ্যাকশনের অন্যতম ভক্ত এ-যুগের হার্টথ্রব টাইগার শ্রফ। ২৫ জুন পপ সম্রাটের মৃত্যুবার্ষিকীতে টাইগার তাঁকে শ্রদ্ধা জানালেন এই ভাবে। দেখুন সেই ডান্স ভিডিও।