কলকাতা: গতকালই রাজ্যের সমস্ত পুজো প্যান্ডেলে দর্শকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষিতে সব রাজনৈতিক দলই নিজ নিজ মতামত ব্যক্ত করেছে।
মঙ্গলবার, এই নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিনই করোনা-মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন দিলীপ। হাইকোর্টের রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, আদালত আদালতের কাজ করুক, পুজোও হোক।
তিনি যোগ করেন, পুজো দেখার পাশাপাশি নিজেকে সুরক্ষিত রাখা জরুরি। বলেন, আমি সকলকে আবেদন করব, নিজেকে সুরক্ষিত রেখে পুজো দেখুন। সবার জীবন মূল্যবান।
এদিন সকালে সল্টলেক আমরি হাসপাতাল থেকে ছাড়া পান বিজেপির রাজ্য সভাপতি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।
দিলীপ ঘোষ বলেন, আমি একদম সুস্থ। বাড়িতে ক'দিন বিশ্রাম নিলে আরও সুস্থ হয়ে উঠব। একইসঙ্গে তিনি সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন। বলেন, সবাইকে সাবধানে থাকার জন্য বলছি। এখনও স্বাভাবিক অবস্থা আসেনি। নিজেকে সুরক্ষিত রেখে পুজো দেখুন।