এলাহাবাদ : বিবাহ পর্যন্ত না গড়ালে লিভ-ইন সম্পর্ক (Live-in Relationship) আসলে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি এক ধরনের মোহ ! যেখানে আন্তরিকতার অভাব রয়েছে ! এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের (Allahadabad HC)। তরুণ এক যুগলের পুলিশি নিরাপত্তা চেয়ে করা মামলার প্রেক্ষিতে শুনানিতে এমনটাই জানিয়েছে তাঁরা।
বিচারপতি রাহুল চতুর্বেদী ও বিচারপতি আজহার হুসেন ইদরির বেঞ্চ মামলার শুনানিতে জানিয়েছে, জীবন গোলাপের বাগান নয়। প্রত্যেক যুগলকে জীবনের রুক্ষ পথ টপকে এগোতে হয়। আদালত মনে করে এই ধরনের (লিভ-ইন) সম্পর্ক বিপরীত লিঙ্গের মানুষের প্রতি মোহ ছাড়া কিছু নয়। এক্ষেত্রে আত্মরিকতা, স্থায়িত্বের অভাব রয়েছে। যতক্ষণ না লিভ-ইনে থাকা কোনও যুগল বিবাহের সিদ্ধান্ত নেন, ততক্ষণ নিশ্চিতভাবে বলা যায় না ওই যুগল একে অপরের প্রতি আন্তরিক। তাই এই ধরনের (লিভ-ইন) সম্পর্ক নিয়ে বাড়তি কোনও মতপ্রকাশ করতে নারাজ আদালত।
প্রসঙ্গত, এক মুসলমান যুবক ও এক হিন্দু যুবতী বেশ কিছুদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাঁদের নিরাপদে থাকা প্রশ্নের মুখে পড়ছে বলে অভিযোগ করে যুবতীর কাকিমার বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর (FIR) দায়ের করেছিলেন ওই দম্পতি। নিরাপত্তার অভাব যা নিয়ে মামলাও হয়। সেই প্রসঙ্গেই মতামত দিতে গিয়ে, আদালত তাঁদের পর্যবেক্ষণ সামনে রাখে।
উল্লেখ্য, গত জুন মাসে কেরল হাইকোর্ট তাঁদের পর্যবেক্ষণের জানিয়েছিল, লিভ-ইন সম্পর্ককে (Live in Relationship) বিয়ে বলে বৈধতা দেওয়ার কোনও কথা আইনে নেই। দুই প্রাপ্তবয়স্ক স্বেচ্ছায় একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু সেক্ষেত্রে কোনও ব্যক্তিগত আইন বা বিশেষ বিবাহ আইন কার্যকর হয় না। তাই লিভ-ইনে থাকাকালীন কাউকে বিবাহিত বলা যায় না।
স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে বিবাহবিচ্ছেদের (Divorce) দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক দম্পতি। তাঁরা দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। হিন্দু ও ক্রিস্টান সেই দম্পতি ২০০৬ থেকে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তাঁদের এক সন্তানও রয়েছেন। দীর্ঘদিনের সম্পর্কে শেষমেশ দাড়ি টানতেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু সেই মামলার শুনানিতে বিবাহবিচ্ছেদ দেওয়া সম্ভব নয় বলেই জানায় আদালত। যার পরই কেরল হাইকোর্টের তরফে আইনি বাঁধনের বিষয়টি সামনে তুলে এনে লিভ-ইন ও বিয়ের পার্থক্য সামনে তুলে ধরা হয়। যেখানেই তাঁদের পর্যবেক্ষণে বিচারপতিরা জানান, লিভ-ইন ও বিয়ে এক নয়।
আরও পড়ুন- যাত্রীবাহী ট্রেনে মালবাহীর ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে, নিহত ২০, আহত বহু