LIVE লখনউতে বাজপেয়ীর মূর্তির উন্মোচন, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস মোদির

বাজপেয়ীর জীবনের কিছু দুষ্প্রাপ্য ছবি দিয়ে তৈরি একটি ভিডিও ক্লিপও টুইটারে শেয়ার করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান মোদি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Dec 2019 04:15 PM
অটল বিহারী বাজপেয়ীর ৯৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন। লখনউতে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তির উন্মোচন করলেন নরেন্দ্র মোদি। সকালে রাজঘাটে অটল স্মারকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি-অমিত শাহ-রাজনাথ সিংহরা। শ্রদ্ধা জানান বর্ষীয়াণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীও। আজ বিজ্ঞান ভবনে অটল ভুজল যোজনার সূচনা করা হবে। আজ থেকে রোহতঙ্গ টানেলের নাম হচ্ছে অটল টানেল।
মোদি আরও বলেন, চাষের কাজেও প্রচুর জল নষ্ট হয়। কৃষকদের এ নিয়ে বোঝাতে হবে। আখ, গমের মতো চাষে প্রচুর জল লাগে। ওখানে ড্রিপ ইরিগেশন চালু করতে হবে। চালু করতে হবে জল বাজেট। গ্রামের ১৮ কোটি বাড়ির মধ্যে ৩ কোটি বাড়িতে নলবাহিত জল।
অটল জল যোজনার উদ্বোধনে এসে মোদি বলেন: আপনাদের প্রধানমন্ত্রী জানেন, জলের মূল্য কী। এমন রাজ্য থেকে এসেছি, সেখানে জলের অভাব দেখেছি। আগামী ৫ বছরে এই প্রকল্পে ৬ হাজার কোটি টাকা খরচ। জল সংরক্ষণে আগামীদিনে জোর দেওয়া হবে। জল সংরক্ষণে জোর দিতে হবে ঘর থেকেই।
অটল জল যোজনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন: ৭টি রাজ্যের ৮,৩৫০ গ্রাম প্রকল্পের আওতায়। জল নিয়ে সুসংহত প্রকল্প নেওয়া হয়েছে। মাটির নিচের জল যেখানে দ্রুত ফুরোচ্ছে সেখানে নজর। আগের সরকার জল নিয়ে সুসংহত প্রকল্প নেয়নি। ৭ রাজ্যের জলস্তর উন্নত করার চেষ্টা চলবে।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: অটল বিহারী বাজপেয়ীর ৯৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন। লখনউতে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে, বুধবার সকালে রাজঘাটে সদা অটল স্মারকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। শ্রদ্ধা জানান প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা সহ শীর্ষ বিজেপি নেতারাও।






 



বাজপেয়ীর জীবনের কিছু দুষ্প্রাপ্য ছবি দিয়ে তৈরি একটি ভিডিও ক্লিপও টুইটারে শেয়ার করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান মোদি। সেখানে তিনি লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। তিনি দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।
এদিন লখনউতে বাজপেয়ীর ২৫-ফুটের মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন সহ রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীরা।






 



আজ বিজ্ঞান ভবনে অটল ভুজল যোজনার সূচনা করা হবে। আজ থেকে হিমাচল প্রদেশের রোহতং টানেলের নাম হচ্ছে অটল টানেল। প্রতিরক্ষামন্ত্রক সূত্রের খবর, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ মিটার ওপরে অবস্থিত ৮.৮ কিলোমিটার দৈর্ঘ্যের ওই টানেলটি বিশ্বের দীর্ঘতম। এই টানেলের ফলে লেহ্ ও মানালির মধ্যে দূরত্ব ৪৬ কিলোমিটার কমবে।
একইসঙ্গে, মদনমোহন মালব্যর জন্মবার্ষিকীতেও শ্রদ্ধা জানান মোদি। লেখেন, মালব্যজি দেশসেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি, শিক্ষাক্ষেত্রে অমূল্য অবদান রেখে গিয়েছেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.