LIVE UPDATE করোনাভাইরাস: উহানে পৌঁছলেন প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানে একদিনে মৃত ৫৪

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Mar 2020 05:20 PM
করোনাভাইরাস: একদিনে ইরানে মৃত ৫৪, মোট সংখ্যা প্রায় ৩০০



একদিনে ইরানে করোনাভাইরাসের বলি ৫৪। যা একদিনের হিসেবে সর্বাধিক। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯১। এর আগে, গতকাল ৪৩ জনের মৃত্যু হয়েছিল। দেশে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজারের কাছাকাছি।
করোনাভাইরাস: ইতালিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ 'সিরি-আ' সহ সব ক্রীড়া প্রতিযোগিতা, ঘোষণা প্রধানমন্ত্রীর



করোনা-আতঙ্কের জেরে ইতালিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ যাবতীয় ক্রীড়া প্রতিযোগিতা। ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ কোন্তে ঘোষণা করেন, সিরি-আ থেকে শুরু করে দেশের যাবতীয় ক্রীড়া প্রতিযোগিতা আপাতত স্থগিত রাখা হচ্ছে। তিনি বলেন, দেশে বেড়েই চলেছে করোনা-আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। আমাদের অভ্যাস বদলাতে হবে। ইতালির সার্বিক ভাল কিছুর জন্য আমাদের কিছু বলিদান দিতে হবে। তাই এখন থেকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রসঙ্গত, এর আগে দেশের সর্বত্র বড় জনসভা নিষিদ্ধ ঘোষণা করেন তিনি। চিনের বাইরে মারণ ভাইরাস সবথেকে বেশি থাবা বসিয়েছে ইতালিতে। সে দেশে ৪৬৩ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস: বাতিল পপ-গায়িকা ম্যাডোনার প্যারিস ট্যুর



করোনা-আতঙ্কে ম্যাডাম এক্স ট্যুরের শেষ দুটি সফর বাতিল করলেন বিশ্ববন্দিত পপ গায়িকা ম্যাডোনা। ১০-১১ মার্চ প্যারিসে অনুষ্ঠান হওয়ার কথা ছিল ম্যাডোনার। কিন্তু, এদিন পপ তারকার ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস আতঙ্কেই এই সফর বাতিল করা হচ্ছে। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে শুরু হয়েছিল ম্যাডোনার এই ট্যুর। এক এক করে-শিকাগো, সান ফ্রান্সিসকো, লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, ফিলাডেলফিয়া, মিয়ামি, লিসবন ও লন্ডন হয়ে প্যারিসে শেষ হওয়ার কথা ছিল এই সফর।

করোনাভাইরাস: অস্ট্রেলিয়ায় আক্রান্ত ১০০, মৃত ৩



অস্ট্রেলিয়ায় ১০০ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। মারা গিয়েছেন তিনজন। গত একদিনে আক্রান্ত হয়েছেন ২০ জন। বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১০ হাজারের বেশি মানুষ। চার হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন।
করোনাভাইরাস: সৌদি আরবে মৃত্যু ২০ জনের



সৌদি আরবে মৃত্যু হয়েছে ২০ জনের। নতুন করে আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। এঁদের মধ্যে তিনজন সম্প্রতি ইরাক ও ইরানে গিয়েছিলেন। সকলকে কোয়ারান্টিনে রাখা হয়েছে। সৌদি প্রশাসন জানিয়েছে, যাঁরা নিজেদের স্বাস্থ্য ও ভ্রমণের কথা গোপন করবেন, তাঁদের ১ লক্ষ ৩৩ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে।
করোনাভাইরাস: ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৩



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল কানাডায়। মৃত ব্রিটিশ কলাম্বিয়ার বাসিন্দা। বর্তমানে, কানাডায় মোট আক্রান্ত হয়েছেন ৭১ জন। শনিবার, নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছেন। প্রসঙ্গত, চিনের বাইরে করোনাভাইরাস সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইতালিতে।
করোনাভাইরাস: প্রথম মৃত্যু কানাডায়



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল কানাডায়। মৃত ব্রিটিশ কলাম্বিয়ার বাসিন্দা। বর্তমানে, কানাডায় মোট আক্রান্ত হয়েছেন ৭১ জন। শনিবার, নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাস: চিনের বাইরে নতুন আক্রান্তের সংখ্যা ২৮,৬৭৩



চিনের বাইরে বহির্বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮,৬০০ ছাড়াল। এই তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ১০৪টি দেশে নতুন করে মোট ২৮,৬৭৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিনের বাইরে মৃত্যুর সংখ্যাও ২০২ থেকে বেড়ে হয়েছে ৬৮৬।
গোটা বিশ্বে মৃতের সংখ্যা ৪,০২৭। বিশ্ব জুড়ে প্রায় দেড় লক্ষ মানুষ নোভেল করোনায় আক্রান্ত। চিনের বাইরে মারণ ভাইরাস সবথেকে বেশি থাবা বসিয়েছে ইতালিতে। সে দেশে ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে ইরান। সেখানে এখনও পর্যন্ত ২৩৭ জনের মৃত্যু হয়েছে চিনা ভাইরাসে। দক্ষিণ কোরিয়ায় মৃত ৫৪ জন। আমেরিকায় মৃতের সংখ্যা ২৭। আফ্রিকার মিশরে প্রথম মৃত্যু এক জার্মান পর্যটকের। ব্রিটেনে মৃত্যু হয়েছে এক ব্রিটিশ-বাংলাদেশির। কানাডাতেও প্রথম করোনা-আক্রান্তের মৃত্যুর খবর মিলেছে। অন্য দিকে, চিনের ফুজিয়ানে কোয়ারেন্টাইন সেন্টার ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০।

প্রেক্ষাপট

বেজিং: করোনাভাইরাসের উৎসস্থল উহান শহরে মঙ্গলবার পরিদর্শনে গেলেন চিনের প্রসিডেন্ট শি জিনপিং।  এদিনই চিনের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৪-ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,১৩৬।
করোনাভাইরাস মোকাবিলা ও নিয়ন্ত্রণ ঠিক কী কী ব্যবস্থাগ্রহণ করা হয়েছে, তা খতিয়ে দেখতেই উহানে হাজির হন শি, যিনি চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকও বটে। এর আগে, গত ২৬ জানুয়ারি উহানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী লি খ্যচিয়াং।
চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন সেখানে করোনায় আক্রান্ত ব্যক্তিদের শুশ্রুষায় নিবেদিত মেডিক্যাল কর্মী, সামরিক অফিসার ও সেনা, পুলিশ আধিকারিক, সরকারি কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলবেন। সোমবারই, উহানে ১৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ১৭ জন মারা গিয়েছেন।
সবমিলিয়ে, চিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০,৭৫৪। মারা গিয়েছেন ৩,১৩৬ জন। চিকিৎসাধীন ১৭,৭২১ জন। চিকিৎসা করিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৬০ হাজার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.