Amit Shah in Bengal LIVE UPDATES: 'নারী নির্যাতনে বাংলা দেশের মধ্যে প্রথম সারিতে, রাজনৈতিক হত্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা’: অমিত শাহ

দ্বিতীয় দিনে অমিত শাহর ঠাসা কর্মসূচি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Nov 2020 08:51 PM
‘দক্ষিণেশ্বরে মায়ের মূর্তির সামনে অমিতের মুখে রাজনীতির কথা। তৃণমূল সমস্ত জাতিতে মানুষ হিসেবেই ভাবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা তাই সবচেয়ে বেশি।' বললেন সুখেন্দুশেখর
‘মজুতদারদের কেন্দ্রের স্বীকৃতি দেওয়ার পরেই আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি’ ---
‘তৃণমূল সরকারের একমাত্র কর্মসূচি শুধুই উন্নয়ন’
অমিত শাহের বক্তব্যের পাল্টা দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, ‘বিরসা মুণ্ডার নামে আদিবাসী শিকারীর মূর্তিতে মাল্যদান। আদিবাসী সমাজ ভুল ধরিয়ে দেওয়ার পরে ছবিতে মালা। বিরসাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন নাকি শিকারী ধরতে’
‘বিরসা মুণ্ডাকে অবমাননা করা হয়েছে’
‘ক্রাইম রেকর্ডস ব্যুরোকে কেন তথ্য দিতে চায় না তৃণমূল? নারী নির্যাতনে বাংলা দেশের মধ্যে প্রথম সারিতে। রাজনৈতিক হত্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা। এব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার’, বললেন অমিত শাহ
‘ক্রাইম রেকর্ডস ব্যুরোকে কেন তথ্য দিতে চায় না তৃণমূল? নারী নির্যাতনে বাংলা দেশের মধ্যে প্রথম সারিতে। রাজনৈতিক হত্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা। এব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার।' বললেন অমিত
‘খারাপ প্রশাসনের নতুন সংজ্ঞা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় রাজনীতিকরণের অপরাধকরণ হয়েছে। বাংলায় প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে।’ বললেন অমিত শাহ
Amit Shah in Bengal: আজ মধ্যাহ্নভোজে কী খাবেন অমিত শাহ? দেখে নিন...



বঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ বাগুইআটির জগৎপুরে নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। নিজে হাতে রেঁধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খাওয়াবেন নবীন বিশ্বাসের স্ত্রী। অমিত শাহর মধ্যাহ্নভোজের মেনুতে থাকছে, ভাত, রুটি, শুক্তো, ছোলার ডাল, মুগের ডাল, বেগুন ভাজা, পনির, জলপাইয়ের চাটনি ও নলেন গুড়ের পায়েস। মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজের আগে বাগুইআটির জ্যোতিনগরে মতুয়াদের মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Amit Shah in Bengal: আজ মধ্যাহ্নভোজে কী খাবেন অমিত শাহ? দেখে নিন...



বঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ বাগুইআটির জগৎপুরে নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। নিজে হাতে রেঁধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খাওয়াবেন নবীন বিশ্বাসের স্ত্রী। অমিত শাহর মধ্যাহ্নভোজের মেনুতে থাকছে, ভাত, রুটি, শুক্তো, ছোলার ডাল, মুগের ডাল, বেগুন ভাজা, পনির, জলপাইয়ের চাটনি ও নলেন গুড়ের পায়েস। মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজের আগে বাগুইআটির জ্যোতিনগরে মতুয়াদের মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Amit Shah in Bengal: আমি সঙ্গীতশিল্পী, রাজনীতির কিছু বুঝি না: পণ্ডিত অজয় চক্রবর্তী



‘আমি সঙ্গীতশিল্পী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার শিক্ষাকেন্দ্রে আসছেন সঙ্গীতশিল্পীদের সঙ্গে দেখা করতে। আমি রাজনীতির কিছু বুঝি না। ’ দাবি সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীর।
Amit Shah in Bengal: দক্ষিণেশ্বরে পুজো দিলেন, আরতি করলেন অমিত শাহ



সকাল সাড়ে ১০টা নাগাদ দক্ষিণেশ্বরে যান তিনি। সেখানে মাকে দর্শনের পর পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Amit Shah in Bengal: পরপর দু’ বার লোকসভা ভোটে জিতে দক্ষিণেশ্বরে মোদি ও অমিত শাহ



পরপর দু’ বার লোকসভা ভোটে জিতে দক্ষিণেশ্বরে মোদি ও অমিত শাহ। ২০১৪-র লোকসভা ভোটে জিতে ২০১৫-য় বঙ্গ সফরে আসেন প্রধানমন্ত্রী। যান দক্ষিণেশ্বর মন্দিরে। এবারও ২০১৯-এর লোকসভা নির্বাচনে জয়লাভের পর, ২০২০-তে দক্ষিণেশ্বর মন্দিরে এলেন অমিত শাহ।
Amit Shah in Bengal: পরপর দু’ বার লোকসভা ভোটে জিতে দক্ষিণেশ্বরে মোদি ও অমিত শাহ



পরপর দু’ বার লোকসভা ভোটে জিতে দক্ষিণেশ্বরে মোদি ও অমিত শাহ। ২০১৪-র লোকসভা ভোটে জিতে ২০১৫-য় বঙ্গ সফরে আসেন প্রধানমন্ত্রী। যান দক্ষিণেশ্বর মন্দিরে। এবারও ২০১৯-এর লোকসভা নির্বাচনে জয়লাভের পর, ২০২০-তে দক্ষিণেশ্বর মন্দিরে এলেন অমিত শাহ।
Amit Shah in Bengal: দক্ষিণেশ্বরে অমিত শাহকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি



রাজ্য সফরের দ্বিতীয় দিনে আজ প্রথমে সকাল ১০টা নাগাদ যাবেন দক্ষিণেশ্বরে। সেখানে মাকে দর্শনের পর পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দক্ষিণেশ্বরে অমিত শাহকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি মহিলা মোর্চা।
Amit Shah in Bengal: অমিত শাহর আজকের কর্মসূচি



সকাল ১০.১০ : দক্ষিণেশ্বর মন্দির দর্শন


সকাল ১০.৩৫ : পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে সাক্ষাত


সকাল ১১.৩০ - দুপুর ১টা : বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক


দুপুর ১.১৫ : মতুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন


দুপুর ২.১৫ - ৩টে : সাংবাদিক সম্মেলন


দুপুর ৩.১৫ - ৪.৪৫ : বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সাক্ষাত

দলিত,আদিবাসীদের জন্য যা করা হয়েছে, মমতাই করেছেন, দাবি ফিরহাদের



ভোটের আগে হাজির হয়েছেন অমিত শাহ। বিজেপি না আছে আদিবাসীদের পাশে, না মতুয়াদের পাশে। বললেন ফিরহাদ হাকিম।


বিজেপি এখানে রাজনীতি করছে, অথচ উত্তর প্রদেশে দলিত মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে।


আগে সোনার উত্তর প্রদেশ গড়ুন, কটাক্ষ তৃণমূলের।

আদিবাসীরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। গরিবি হঠাতে উপড়ে ফেলুন তৃণমূল সরকারকে। মানুষের ক্ষোভ দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে পাচ্ছেন না রাজ্যবাসী। কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন।
তৃণমূল সরকারের পতন আসন্ন। পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য, আমরা আবার সোনার বাংলা গড়, বিজেপিকে সুযোগ দিন। বাঁকুড়ায় পা রেখে বললেন অমিত শাহ।
বাঁকুড়ায় নামল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার। এবার তিনি মাল্যদান করবেন স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার মূর্তিতে।
চতুরডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে আজ মধ্যাহ্নভোজন করবেন অমিত শাহ। সে জন্য আজ সকাল থেকে ওই বাড়িতে চূড়ান্ত ব্যস্ততা। বাড়ি সাজানো হয়েছে আদিবাসী রীতিতে। সব্জি কাটা হয়েছে। চলছে রান্না। সব পদই নিরামিষ।

প্রেক্ষাপট

 

বাঁকুড়া: বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  আজ সকালে তিনি হেলিকপ্টারে বাঁকুড়ায় যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বেলা ১১টা ২০তে বাঁকুড়ায় প্রথমে বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করবেন। তারপর বেলা ১১টা ৫০ থেকে দুপুর ১টা ২০, বাঁকুড়ার রবীন্দ্রভবনে দলের সাংগঠনিক বৈঠক।  দুপুর ১টা ৪০, চতুরডিহি গ্রামে এক আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ।  এরপর দুপুর ৩টে থেকে ৫টা বিশিষ্টদের সঙ্গে বৈঠক।  বাঁকুড়ায় দিনভর কর্মসূচি সেরে আবার আকাশপথেই কলকাতা ফিরবেন অমিত শাহ। রাতে নিউটাউনের হোটেলেই থাকবেন তিনি। সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.