LIVE UPDATES: রাজস্থান সঙ্কট: সব রাজ্যের রাজভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ, শুরু হল ডিজিটাল ক্যাম্পেন স্পিক আপ ফর ডেমোক্র্যাসি

২০০ বিধায়কের রাজস্থান বিধানসভায় গেহলটের সঙ্গে রয়েছে ১০২ জন বিধায়কের সমর্থন, যদিও তাঁর দাবি, সমর্থন আছে ১০৯ জনের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Jul 2020 11:05 AM
রাজস্থান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ সুপ্রিম কোর্টে শুনানি। আবেদনটি করেছেন বিধানসভার স্পিকার সিপি জোশী। সচিন পাইলট সহ ১৯ বিধায়কের বিরুদ্ধে আপাতত কোনও ব্যবস্থা না নেোয়ার ব্যাপারে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন।
বসপা তাদের ৬ বিধায়ককে হুইপ জারি করে নির্দেশ দিল, আস্থা ভোট হলে গেহলট সরকারের বিরুদ্ধে ভোট দিতে হবে। তবে বসপার ৬ বিধায়কই কংগ্রেসে যোগ দিয়েছেন, ফলে রাজস্থান বিধানসভায় এখন আর কোনও বসপা প্রতিনিধি নেই। বসপার সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র মিশ্র অবশ্য বলেছেন, দলের জাতীয়স্তরে এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি ফলে রাজ্য স্তরে ৬ বিধায়ক অন্য দলে যোগ দিতে পারেন না। যদি তাঁরা হুইপ না মানেন, তবে দল থেকে বহিষ্কার করা হবে।
রাজস্থানে বিধানসভা অধিবেশন কবে ডাকা হবে এখনও পরিষ্কার নয়। বসপা সুপ্রিমো মায়াবতী রাজ্যে রাষ্ট্রপতি শাসন দাবি করেছেন।

প্রেক্ষাপট

জয়পুর: সচিন পাইলট ইস্যুকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে রাজস্থান হাইকোর্ট, এখনই সচিন ও তাঁর অনুগত ১৮ জনের বিধায়ক পদ খারিজ হচ্ছে না। আদালতে অনুকূল রায় না পেয়ে ক্ষুব্ধ কংগ্রেস ঠিক করেছে, ‘সম্প্রসারণবাদী’ বিজেপির হাত থেকে রাজস্থান সরকারকে বাঁচাতে দেশের সব রাজ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসবে তারা।

কংগ্রেসের অভিযোগ, রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র বিধানসভা অধিবেশন ডাকতে দেরি করছেন, নরেন্দ্র মোদি সরকারের হয়ে কাজ করছেন তিনি। এর প্রতিবাদে গতকাল সন্ধেয় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিংহ দোতাস্রা প্রমুখ শুরু করেন দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেন স্পিক আপ ফর ডেমোক্র্যাসি। তাঁদের অভিযোগ, বিজেপি রাজস্থানের নির্বাচিত সরকারকে ষড়যন্ত্র করে ফেলে দেওয়ার চেষ্টা করছে, ধ্বংস করছে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক মূল্যবোধকে। শুক্রবার রাজস্থানের রাজ্যপালের বাসভবনের বাইরে ধর্নায় বসার পর অশোক গেহলট শনিবার জানিয়ে দেন, প্রয়োজনে কংগ্রেস বিধায়করা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন, ধর্নায় বসবেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে।

২০০ বিধায়কের রাজস্থান বিধানসভায় গেহলটের সঙ্গে রয়েছে ১০২ জন বিধায়কের সমর্থন, যদিও তাঁর দাবি, সমর্থন আছে ১০৯ জনের। বিদ্রোহী পাইলট শিবির দাবি করেছিল, তাদের সঙ্গে ৩০ জন বিধায়কের সমর্থন রয়েছে, বাস্তবে অবশ্য ১৮ জন রয়েছেন পাইলটের সঙ্গে। অর্থাৎ এখনও এক চুলের জন্য এগিয়ে রয়েছেন গেহলটই।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.