LIVE UPDATES: রাজস্থান সঙ্কট: সব রাজ্যের রাজভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ, শুরু হল ডিজিটাল ক্যাম্পেন স্পিক আপ ফর ডেমোক্র্যাসি
২০০ বিধায়কের রাজস্থান বিধানসভায় গেহলটের সঙ্গে রয়েছে ১০২ জন বিধায়কের সমর্থন, যদিও তাঁর দাবি, সমর্থন আছে ১০৯ জনের।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Jul 2020 11:05 AM
প্রেক্ষাপট
জয়পুর: সচিন পাইলট ইস্যুকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে রাজস্থান হাইকোর্ট, এখনই সচিন ও তাঁর অনুগত ১৮ জনের বিধায়ক পদ খারিজ হচ্ছে না। আদালতে অনুকূল রায় না পেয়ে ক্ষুব্ধ কংগ্রেস...More
জয়পুর: সচিন পাইলট ইস্যুকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে রাজস্থান হাইকোর্ট, এখনই সচিন ও তাঁর অনুগত ১৮ জনের বিধায়ক পদ খারিজ হচ্ছে না। আদালতে অনুকূল রায় না পেয়ে ক্ষুব্ধ কংগ্রেস ঠিক করেছে, ‘সম্প্রসারণবাদী’ বিজেপির হাত থেকে রাজস্থান সরকারকে বাঁচাতে দেশের সব রাজ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসবে তারা।কংগ্রেসের অভিযোগ, রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র বিধানসভা অধিবেশন ডাকতে দেরি করছেন, নরেন্দ্র মোদি সরকারের হয়ে কাজ করছেন তিনি। এর প্রতিবাদে গতকাল সন্ধেয় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিংহ দোতাস্রা প্রমুখ শুরু করেন দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেন স্পিক আপ ফর ডেমোক্র্যাসি। তাঁদের অভিযোগ, বিজেপি রাজস্থানের নির্বাচিত সরকারকে ষড়যন্ত্র করে ফেলে দেওয়ার চেষ্টা করছে, ধ্বংস করছে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক মূল্যবোধকে। শুক্রবার রাজস্থানের রাজ্যপালের বাসভবনের বাইরে ধর্নায় বসার পর অশোক গেহলট শনিবার জানিয়ে দেন, প্রয়োজনে কংগ্রেস বিধায়করা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন, ধর্নায় বসবেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে।২০০ বিধায়কের রাজস্থান বিধানসভায় গেহলটের সঙ্গে রয়েছে ১০২ জন বিধায়কের সমর্থন, যদিও তাঁর দাবি, সমর্থন আছে ১০৯ জনের। বিদ্রোহী পাইলট শিবির দাবি করেছিল, তাদের সঙ্গে ৩০ জন বিধায়কের সমর্থন রয়েছে, বাস্তবে অবশ্য ১৮ জন রয়েছেন পাইলটের সঙ্গে। অর্থাৎ এখনও এক চুলের জন্য এগিয়ে রয়েছেন গেহলটই।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">