LIVE UPDATES: দিল্লি পৌঁছলেন ট্রাম্প, কাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Feb 2020 09:22 PM
রাজধানীতে আইটিসি মৌর্য হোটেলে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার, বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামাও ভারত সফরে দিল্লিতে এসে এই হোটেলেই উঠেছিলেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাজধানীতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।
আগরা থেকে সপরিবার দিল্লি পৌঁছে গেলেন ডোনাল্ড ট্রাম্প। আগরা ছাড়ার আগে তাঁর হাতে তাজমহলের রেপ্লিকা তুলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়াকে তাজমহল ঘুরিয়ে দেখান ট্যুর গাইড নীতিন কুমার সিংহ। পরে সংবাদসংস্থা এএনআই-কে নীতির বলেন, 'তাজমহল দেখে প্রথমেই দুজনের মুখ থেকে একটা শব্দই বেরিয়েছিল। অবিশ্বাস্য।' নীতিন জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া দুজনই ফের তাজমহলে আসবেন বলে কথা দিয়েছেন।
আগরা বিমানবন্দরে অবতরণের পর তাজমহল পরিদর্শনে গেলেন সস্ত্রীক ট্রাম্প। ভিজিটার্স বুকে নিজের প্রতিক্রিয়াও জানালেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।
তাজমহল দেখে নিজের প্রতিক্রিয়া জানালেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, তাজমহল শ্রদ্ধা, সম্ভ্রম উদ্রেক করে। ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ, বৈচিত্র্যময় সৌন্দর্য্যের অমর নিদর্শন এটি, যার লয়-ক্ষয় নেই। ভারত, তোমায় ধন্যবাদ। তাজমহল দেখার পর ভিজিটর বুকে এই ভাষাতেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
আহমেদাবাদ থেকে আগরার পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প , ফার্স্ট লেডি মেলানিয়া, তাঁদের কন্যা ইভাঙ্কা ও জারেড কুশনের আগরা বিমানবন্দরে শিল্পীদের অনুষ্ঠান দেখেন ।
আমেদাবাদ থেকে আগ্রা রওনা দিলেন ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাঁরা তাজমহল পরিদর্শনে যাবেন।
ট্রাম্প বলেছেন, প্রথম মহিলা ও আমি এই দেশের প্রত্যেক নাগরিককে একটা বার্তা দিতে ৮০০০ মাইল দূরত্ব অতিক্রম করে এখানে এসেছি। আমেরিকা ভারতকে ভালোবাসে। আমেরিকা ভারতকে সম্মান করে এবং আমেরিকার মানুষ সর্বদা ভারতের মানুষের প্রকৃত ও একনিষ্ঠ বন্ধু থাকবে।
ট্রাম্প বলেছেন, সন্ত্রাসবাদের অবসান ও তাদের মতবাদের বিরুদ্ধে লড়াইয়ে একযোগে লড়াই করতে ভারত ও আমেরিকা দায়বদ্ধ। এ জন্য আমার প্রশাসন জঙ্গি সংগঠন ও পাক সীমান্তে সক্রিয় জঙ্গিদের মোকাবিলায় পাকিস্তানের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। এই প্রয়াসের জন্য পাকিস্তানের সঙ্গে বড়সড় অগ্রগতির লক্ষ্মণ দেখতে পাচ্ছি এবং আমরা দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের জন্য উত্তজনার প্রশমন, আরও বেশি স্থিতিশীলতা এবং ভবিষ্যত একতার ব্যাপারে আশাবাদী।

প্রত্যেক দেশেরই নিজের নিজের সীমান্ত রক্ষার অধিকার আছে। আগামীকাল ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি হবে, ভারতকে সাঁজোয়া কপ্টার দেবে আমেরিকা।
আমরা বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধাস্ত্র নির্মাতা, এখন ব্যবসা করছি ভারতের সঙ্গে।
ভারত প্রত্যেক মানুষের সম্মানের দিকে নজর রাখে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিষ্টান সকলে মিলে মিশে থাকেন এখানে। এ দেশের ১০০-র ওপর ভাষা, তারপরেও ভারতের ঐক্য গোটা বিশ্বের কাছে প্রেরণা।
সচিন তেণ্ডুলকর, বিরাট কোহলি থেকে ডিডিএলজে, সর্দার প্যাটেল- ট্রাম্পের বক্তৃতায় উঠে এল ভারতের নানা টুকরো।
একজন চা ওয়ালা দেশকে নেতৃত্ব দিচ্ছেন, গত বছর লোকসভা ভোটে নজিরবিহীন জয় পেয়েছেন তিনি, সকলে তাঁকে ভালবাসে।
ভারতকে নিয়ে আমরা গর্বিত, ভারত মানবতার কাছে আশা।
আমেরিকার কাছে ভারতের স্থান বরাবরই গুরুত্বপূর্ণ, ভারতের এই আতিথ্য আমি ও মেলানিয়া মনে রাখব।
মোতেরার জনতাকে নমস্তে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। বললেন, প্রধানমন্ত্রী মোদী তাঁর সত্যিকারের বন্ধু, আমেরিকা ভারতকে ভালবাসে, সম্মান করে।
মেলানিয়া ট্রাম্প শিশুদের জন্য যা করেছেন তা প্রশংসনীয়। ইভাঙ্কা আগের ভারত সফরের সময় বলেছিলেন, আবার এ দেশে আসতে চাইবেন তিনি। তিনি আবার এসেছেন, তাতে আমরা খুশি।
প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ভারত-মার্কিন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। এর ফলে দু'দেশের মানুষ আরও এগিয়ে যাবেন উন্নয়নের পথে।
স্ট্যাচু অফ লিবার্টির ওপর যেমন দুনিয়ার গর্ব তেমনই গর্ব সর্দার প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির জন্য।
বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রে আপনাকে আন্তরিক স্বাগত। শুধু গুজরাত নয়, গোটা দেশ স্বাগত জানাচ্ছে আপনাকে। মার্কিন প্রেসিডেন্টকে বললেন প্রধানমন্ত্রী।
মোতেরায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী, স্ত্রী-কন্যার সঙ্গে মোতেরা স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্ট।
মোতেরায় রয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
মোতেরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ছাড়া রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও রাজ্যপাল আচার্য দেবরাত।
বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন হবে মোতেরায়। তারপর হিউস্টনের হাউডি মোদী-র অনুকরণে নমস্তে ট্রাম্প।
কিছুক্ষণের মধ্যে মোদী-ট্রাম্প পৌঁছবেন সবরমতী আশ্রমে।
২২ কিলোমিটার রোড শো-য় যোগ দিয়েছেন তাঁরা।
বিমানবন্দরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি।
অতিথি দেবো ভবঃ, ট্রাম্পের টুইটের জবাবে টুইট মোদীর।
পথে আছি, কিছুক্ষণের মধ্যেই সকলের সঙ্গে দেখা হবে। এয়ারফোর্স ওয়ান থেকে হিন্দিতে টুইট ট্রাম্পের।
মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে আমদাবাদ পৌঁছলেন প্রধানমন্ত্রী।
এই সফরে লড়াকু রোমিও সি হক-মাল্টি রোল কপ্টার কেনার চুক্তি হতে পারে। অস্ত্র বিক্রির জন্যই ট্রাম্পের এই ভারত সফর, দাবি কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের।
মোতেরা স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এসপিজি কম্যান্ডোরা, স্টেডিয়ামে মহড়া এনএসজি কম্যান্ডোদের। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। কপ্টার থেকেও নজরদারি চলছে।
ট্রাম্পের সফরের আগে ঊর্ধ্বমুখী সেনসেক্স, চড়ল ৫০০ পয়েন্ট, ১৫০ পয়েন্টের বেশি উঠল নিফটি।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজই ভারতে এসে পৌঁছচ্ছে এয়ারফোর্স ওয়ান। মার্কিন প্রেসিডেন্টদের জন্য নির্দিষ্ট এই বিমানে করে আমদাবাদে পা রাখছেন ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আমদাবাদে একটি বিশাল রোড শো-য় যোগ দেওয়ার পর তাঁরা যাবেন মোতেরা স্টেডিয়ামে, সেখানে হবে ‘নমস্তে ট্রাম্প’।

মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমদাবাদ রওনা দেবেন।

বেলা ১১টা ৪০ নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবে এয়ারফোর্স ওয়ান। ট্রাম্পের সঙ্গে তাঁর স্ত্রী মেলানিয়া ছাড়া থাকছেন মেয়ে ইভাঙ্কা, জামাতা জারেড কুশনার ও মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিরা। ৩৬ ঘণ্টার সফর শুরু হবে একটি রোড শো দিয়ে, তারপর তিনি যাবেন সবরমতী আশ্রমে। হৃদয়কুঞ্জে গিয়ে সস্ত্রীক ট্রাম্পের চরকা কাটার কথা। আশ্রমের ভিতর তাঁদের সঙ্গে চা-চক্রে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে মার্কিন প্রেসিডেন্টের গন্তব্য মোতেরা স্টেডিয়াম। নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে ফের এক সঙ্গে দেখা যাবে ভারতের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টকে। তাঁদের হাত দিয়ে উদ্বোধন হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের। ট্রাম্পের সামনে সঙ্গীত পরিবেশন করবেন গায়ক কৈলাস খের। স্টেডিয়ামের ভিতরে ট্রাম্পের বসার জন্য তৈরি করা হয়েছে একটি প্রেসিডেন্সিয়াল স্যুট। স্টেডিয়ামে তৈরি হয়েছে বিশাল একটি মঞ্চ। এখান থেকেই ভাষণ দেবেন মোদী এবং ট্রাম্প।

মোতেরা থেকে মার্কিন প্রেসিডেন্ট যাবেন আগ্রায়, তাজমহল দর্শনে। শাহজাহান-মুমতাজের সমাধি সৌধও দেখার কথা সস্ত্রীক ট্রাম্পের। সাড়ে সাতটা নাগাদ তাঁরা আসবেন দিল্লিতে। মঙ্গলবার গোটা দিন কাটবে সরকারি নানা কাজকর্ম ও বৈঠকে। ভারত-মার্কিন প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক নিয়ে এই সফরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হওয়ার কথা, যদিও বাণিজ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু হওয়ার সম্ভাবনা কম।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.