LIVE UPDATES: ৫ বছরের জন্য বিজেপিকে সুযোগ দিন, রাজ্য ফের সোনার বাংলায় পরিণত হবে: অমিত শাহ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Mar 2020 05:36 PM
কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন অমিত শাহ।
অমিত শাহর সভার দিনেই কলকাতায় বিজেপির ওপর হামলার অভিযোগ। মহেশতলার বিজেপি কর্মীদের দাবি, দুপুরে তাঁরা শহিদ মিনারের সভায় যোগ দিতে আসছিলেন। হেস্টিংস মোড়ে তৃণমূল জোর করে তাঁদের গাড়ি থামায়। ব্যাপক মারধরের পাশাপাশি ভাঙা হয় গাড়িটি। এরপর চাবি কেড়ে নেওয়া হয়। গোটা ঘটনা জানিয়ে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। যদিও তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অমিত শাহর সভার দিনেই কলকাতায় বিজেপির ওপর হামলার অভিযোগ। মহেশতলার বিজেপি কর্মীদের দাবি, দুপুরে তাঁরা শহিদ মিনারের সভায় যোগ দিতে আসছিলেন। হেস্টিংস মোড়ে তৃণমূল জোর করে তাঁদের গাড়ি থামায়। ব্যাপক মারধরের পাশাপাশি ভাঙা হয় গাড়িটি। এরপর চাবি কেড়ে নেওয়া হয়। গোটা ঘটনা জানিয়ে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। যদিও তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অমিত শাহর সভার দিনেই কলকাতায় বিজেপির ওপর হামলার অভিযোগ। মহেশতলার বিজেপি কর্মীদের দাবি, দুপুরে তাঁরা শহিদ মিনারের সভায় যোগ দিতে আসছিলেন। হেস্টিংস মোড়ে তৃণমূল জোর করে তাঁদের গাড়ি থামায়। ব্যাপক মারধরের পাশাপাশি ভাঙা হয় গাড়িটি। এরপর চাবি কেড়ে নেওয়া হয়। গোটা ঘটনা জানিয়ে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। যদিও তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আগামীতে বাংলার শাসনভার কোনও শাহজাদার হাতে যাবে না, বাংলার শাসনভার যাবে কোনও ভূমিপূত্রর হাতে। শহিদ মিনারের সভা থেকে মন্তব্য অমিত শাহর।
অমিত শাহের সফরে বিজেপির কোনও লাভ হবে না। মানুষ বিজেপির সঙ্গে নেই। বললেন ফিরহাদ হাকিম। পাল্টা কটাক্ষ বিজেপি নেতা সায়ন্তন বসুর।
এবার খাস কলকাতাতেও ‘গোলি মারো’ স্লোগান। শহিদ মিনারে অমিত শাহর সভায় আসা বিজেপি কর্মী সমর্থকদের মুখে মুখে ফিরল ‘গোলি মারো’ স্লোগান।
শহিদ মিনারের সভায় অমিত শাহ আরও বলেন, ‘সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নেওয়ার আইন নয়। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের অত্যাচারিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার আইন। লক্ষ লক্ষ বাঙালিকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ প্রণয়ন করা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্বার্থে বিরোধিতা করছেন? মতুয়াদের নাগরিকত্ব দেওয়ায় মমতার আপত্তি কেন? মোদি সরকার কোনও বাধা না মেনে শরণার্থীদের নাগরিকত্ব দেবে। যতই চেষ্টা করুন, মমতা আমাদের রুখতে পারবেন না। মমতার শাসনে বাংলা সবদিক থেকে পিছিয়ে গেছে। প্রতি পাঁচজনের মধ্যে একজন দারিদ্রসীমার নীচে রয়েছেন। আজ বাংলার মাথায় ৩ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার ঋণ। জন্ম নিতেই সদ্যোজাতর মাথায় ৪০ হাজার টাকার ঋণের ভার। সোনার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শেষ হয়ে গেছে। বিজেপি ক্ষমতায় এলে ৫ বছরে ফের সোনার বাংলায় পরিণত হবে। আইন-শৃঙ্খলা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তোলাবাজি, সিন্ডিকেট, খুন-সন্ত্রাস রাজ্যজুড়ে ঘটে চলেছে। বিজেপি ক্ষমতায় এলে সব দুষ্কৃতীকে গরাদে পাঠাবে। মোদি সরকার বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা পাঠিয়েছে। কিন্তু তৃণমূল নেতারা সেইসব টাকা লুঠ করেছে। মোদিজি একা বাংলার উন্নতি করতে পারবেন না। বাংলার উন্নয়ন করতে হলে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। সিপিএম, তৃণমূলকে আপনারা সুযোগ দিয়েছেন। ৫ বছরের জন্য বিজেপিকে সুযোগ দিন, রাজ্য ফের সোনার বাংলা পরিণত হবে।’
শহিদ মিনারের সভায় অমিত শাহ আরও বলেন, ‘সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নেওয়ার আইন নয়। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের অত্যাচারিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার আইন। লক্ষ লক্ষ বাঙালিকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ প্রণয়ন করা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্বার্থে বিরোধিতা করছেন? মতুয়াদের নাগরিকত্ব দেওয়ায় মমতার আপত্তি কেন? মোদি সরকার কোনও বাধা না মেনে শরণার্থীদের নাগরিকত্ব দেবে। যতই চেষ্টা করুন, মমতা আমাদের রুখতে পারবেন না। মমতার শাসনে বাংলা সবদিক থেকে পিছিয়ে গেছে। প্রতি পাঁচজনের মধ্যে একজন দারিদ্রসীমার নীচে রয়েছেন। আজ বাংলার মাথায় ৩ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার ঋণ। জন্ম নিতেই সদ্যোজাতর মাথায় ৪০ হাজার টাকার ঋণের ভার। সোনার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শেষ হয়ে গেছে। বিজেপি ক্ষমতায় এলে ৫ বছরে ফের সোনার বাংলায় পরিণত হবে। আইন-শৃঙ্খলা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তোলাবাজি, সিন্ডিকেট, খুন-সন্ত্রাস রাজ্যজুড়ে ঘটে চলেছে। বিজেপি ক্ষমতায় এলে সব দুষ্কৃতীকে গরাদে পাঠাবে। মোদি সরকার বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা পাঠিয়েছে। কিন্তু তৃণমূল নেতারা সেইসব টাকা লুঠ করেছে। মোদিজি একা বাংলার উন্নতি করতে পারবেন না। বাংলার উন্নয়ন করতে হলে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। সিপিএম, তৃণমূলকে আপনারা সুযোগ দিয়েছেন। ৫ বছরের জন্য বিজেপিকে সুযোগ দিন, রাজ্য ফের সোনার বাংলা পরিণত হবে।’
'আর নয় অন্যায়' স্লোগানেই বাংলায় ক্ষমতার পরিবর্তন: অমিত শাহ




শহিদ মিনারের সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: ‘মোদিজি লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন। সবার আগে বাংলার এই মহান মাটিকে প্রণাম। বাংলা ৪২-এ ১৮টি আসন দিয়ে বিজেপিকে ৩০০ আসন পার করিয়েছে। বিধানসভা ভোটেও বাংলায় বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। আগে মমতা বলতেন বাংলায় বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। এখন বাংলা থেকে সংসদে ১৮জন সাংসদ প্রতিনিধিত্ব করছেন। আগে বাংলায় বিজেপি নেতাদের হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি। ৪০ জনের বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। কিন্তু এসব করে মমতা বিজেপিকে রুখতে পারেননি। আজকের এই সভা তৃণমূলের দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজকের সভা থেকে শুরু হচ্ছে আর নয় অন্যায় অভিযান। বাংলার প্রত্যেক ঘরে যেতে হবে এই স্লোগান নিয়ে। বাংলার মানুষ আর কোনও অন্যায় সহ্য করবে না। বিজেপি কর্মীরা বাংলার মানুষের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে অন্যায় রুখে দেবে। কোনও রাজপুত্রর হাতে আগামীতে বাংলার শাসনভার যাবে না। বাংলার কোনও ভূমিপুত্রের হাতেই যাবে বাংলার শাসনভার। এবার থেকে দিদিকে বলো-তে ফোন করে আর নয় অন্যায় বলুন। আর নয় অন্যায় স্লোগানেই বাংলায় ক্ষমতার পরিবর্তন হবে। ৩৭০ ধারা অবলুপ্তি করে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছেন নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির তৈরির পথ প্রশস্ত করেছেন। মমতা-কংগ্রেস-সপা মন্দির নির্মাণের বিরোধিতা করেছেন। কিন্তু আর কিছুদিনের মধ্যেই অযোধ্যায় রামমন্দির তৈরি হয়ে যাবে। সিএএ-র নামে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে তৃণমূল-সিপিএম।
'আর নয় অন্যায়' স্লোগানেই বাংলায় ক্ষমতার পরিবর্তন: অমিত শাহ




শহিদ মিনারের সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: ‘মোদিজি লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন। সবার আগে বাংলার এই মহান মাটিকে প্রণাম। বাংলা ৪২-এ ১৮টি আসন দিয়ে বিজেপিকে ৩০০ আসন পার করিয়েছে। বিধানসভা ভোটেও বাংলায় বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। আগে মমতা বলতেন বাংলায় বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। এখন বাংলা থেকে সংসদে ১৮জন সাংসদ প্রতিনিধিত্ব করছেন। আগে বাংলায় বিজেপি নেতাদের হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি। ৪০ জনের বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। কিন্তু এসব করে মমতা বিজেপিকে রুখতে পারেননি। আজকের এই সভা তৃণমূলের দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজকের সভা থেকে শুরু হচ্ছে আর নয় অন্যায় অভিযান। বাংলার প্রত্যেক ঘরে যেতে হবে এই স্লোগান নিয়ে। বাংলার মানুষ আর কোনও অন্যায় সহ্য করবে না। বিজেপি কর্মীরা বাংলার মানুষের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে অন্যায় রুখে দেবে। কোনও রাজপুত্রর হাতে আগামীতে বাংলার শাসনভার যাবে না। বাংলার কোনও ভূমিপুত্রের হাতেই যাবে বাংলার শাসনভার। এবার থেকে দিদিকে বলো-তে ফোন করে আর নয় অন্যায় বলুন। আর নয় অন্যায় স্লোগানেই বাংলায় ক্ষমতার পরিবর্তন হবে। ৩৭০ ধারা অবলুপ্তি করে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছেন নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির তৈরির পথ প্রশস্ত করেছেন। মমতা-কংগ্রেস-সপা মন্দির নির্মাণের বিরোধিতা করেছেন। কিন্তু আর কিছুদিনের মধ্যেই অযোধ্যায় রামমন্দির তৈরি হয়ে যাবে। সিএএ-র নামে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে তৃণমূল-সিপিএম।
শহরের দিকে দিকে সিএএ-বিরোধী মিছিল বাম-কংগ্রেসের





একদিকে যখন সিএএ পাস করানোর জন্য শহিদ মিনারে অমিত শাহর সংবর্ধনা সভা, আরেকদিকে তখন সিএএ-বিরোধী মিছিল নিয়ে আজ পথে বাম-কংগ্রেস। অমিত শাহ কলকাতা বিমানবন্দরে নামতেই শুরু হয় বাম-কংগ্রেসের বিক্ষোভ। কলকাতা বিমানবন্দরের ১ নম্বর গেটের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হন প্রতিবাদীরা। পুলিশ বাধা দেওয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে বাদানুবাদ হয়।

অমিত শাহর বিরোধিতায় আজ কলকাতার বিভিন্ন জায়গায় জমায়েত করেন প্রতিবাদীরা। অমিত শাহর গাড়ি যে যে রাস্তা দিয়ে যাবে, সেখানে কালো পতাকা দেখানো, গো ব্যাক স্লোগান দেওয়ার কর্মসূচি নিয়েছে বাম-কংগ্রেসের ছাত্র-যুব-মহিলা সংগঠন। একইসঙ্গে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনও অমিত শাহর সফর ঘিরে প্রতিবাদ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।
যারা দেশ বিভক্ত ও শান্তি বিঘ্নিত করতে চাইছে,তাদের এনএসজিকে ভয় পাওয়া উচিত। তারপরও, তারা যদি আসে, তাহলে এনএসজি-র দায়িত্ব তাদের বিরুদ্ধে লড়াই করা ও তাদের পরাজিত করা। রাজারহাটে এনএসজি-র নতুন ভবনের উদ্বোধনে বললেন অমিত শাহ।

অমিত শাহ কলকাতায় পৌঁছতেই বিমানবন্দরের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে বাম ও এসএফআই

প্রেক্ষাপট

কলকাতা: একগুচ্ছ কর্মসূচি নিয়ে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, সকাল পৌনে ১১টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছন অমিত শাহ। সাড়ে ১১টায় রাজারহাটে এনএসজি-র একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রাজারহাটে এনএসজি-র ২৯ স্পেশাল কম্পোজিট গ্রুপের ভবনের উদ্বোধন করবেন তিনি।
তবে, দিনের সেরা আকর্ষণ অবশ্যই শহিদ মিনারের সভা। সিএএ-সংঘাতের আবহে আজ রাজ্যে অমিত শাহর সভা। এই সভা থেকেই অমিত শাহ সূচনা করবেন ‘আর নয় অন্যায়’ কর্মসূচি। পুরভোটের মুখে এই সভা ঘিরে বিজেপি শিবিরে তৎপরতা তুঙ্গে।
দুপুর আড়াইটেয় শহিদ মিনার ময়দানে পৌঁছবেন অমিত শাহ। শহিদ মিনারে অমিত শাহর সভাস্থলে তৈরি হয়েছে দুটি মঞ্চ। হ্যাঙ্গারের মধ্যে থাকবে মূল মঞ্চ। সেখানে বসবেন অমিত শাহ এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। মূল মঞ্চের বাঁ দিকে ছোট মঞ্চে থাকবেন দলের সাংসদ এবং বিধায়করা। মূল মঞ্চে সিএএ নিয়ে অভিনন্দন ও ‘আর নয় অন্যায়’ এই দুটি কর্মসূচির বার্তা ফুটিয়ে তোলা হয়েছে। মাইকের ব্যবহার হওয়ায় পুরো মাঠ পর্দা দিয়ে ঘেরা। শহিদ মিনার ময়দানের নানা জায়গায় লাগানো হয়েছে এলইডি স্ক্রিন।
বিকেল পৌনে ৪টে নাগাদ কালীঘাট মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সন্ধে ৬টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত রাজারহাটের হোটেলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কয়েক দফায় বৈঠক করবেন অমিত শাহ। রাতেই দিল্লি ফিরবেন তিনি।
কলকাতায় অমিত শাহর সভা, প্রতিবাদ জমায়েত ঘিরে আজ শহর অচল হওয়ার আশঙ্কা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে তৎপর পুলিশ-প্রশাসন। কলকাতা বিমানবন্দর ও তার আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।
অমিত শাহর সভা উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে মিছিল করে শহিদ মিনারে যাবেন বিজেপি কর্মীরা। অন্য দিকে, শহরের বিভিন্ন জায়গায় জমায়েত করবেন সিএএ বিরোধীরা। দু’ পক্ষের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হলে, কীভাবে তা সামাল দেওয়া যাবে, তা নিয়েই আপাতত চিন্তায় পুলিশ-প্রশাসন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.