LIVE UPDATES: যাদবপুরে কলা বিভাগে ৪টি পদেই জয়ী এসএফআই, ইঞ্জিনিয়ারিংয়ে ডিএসএফের জয়জয়কার, প্রথমবার লড়েই চমক এবিভিপি-র

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Feb 2020 11:57 PM

প্রেক্ষাপট

যাদবপুর: আজ বেলা ১০টা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হবে ছাত্রভোটের গণনা। সিএএ-এনআরসি ইস্যুকে সামনে রেখে প্রায় ৩ বছর পর ছাত্রভোট হয়েছে যাদবপুরে। এই প্রথম কেন্দ্রীয় প্যানেলে প্রার্থী দিয়েছে এবিভিপি, ফলে...More

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে স্থিতাবস্থা। ইঞ্জিনিয়ারিংয়ে ডিএসএফ, বিজ্ঞান বিভাগে উই দ্য ইন্ডিপেনডেন্ট আর কলা বিভাগে জিতল এসএফআই। প্রথমবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনে লড়ে, ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় এবিভিপি। টিএমসিপি সূত্রে দাবি, ৩টি বিভাগ মিলিয়ে ৩০টি সিআর পদে জয়ী হয়েছে তারা।