LIVE UPDATES: সিএমআরআই-তে প্রসূতি মৃত্যু, অশান্তি, চিকিৎসককে চড় মারলেন রোগীর আত্মীয়
প্রেক্ষাপট
কলকাতা: চিকিৎসা গাফিলতিতে এক সদ্য প্রসূতির মৃত্যুর অভিযোগে একবালপুরের সিএমআরআই-তে হাসপাতালে অশান্তি শুরু হয়েছে। মৃতের নাম পিঙ্কি ভট্টাচার্য। হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
বছর তেত্রিশের পিঙ্কি হাওড়ার বাসিন্দা ছিলেন। গতকাল পুত্রের জন্ম দেন তিনি। পরিবারের দাবি, হাসপাতাল তাদের বলেছিল, মা ও নবজাতক সুস্থ রয়েছে। কিন্তু ভোররাতে জানায়, মৃত্যু হয়েছে পিঙ্কির। চিকিৎসা গাফিলতিতে তাঁর মৃত্যুর অভিযোগ তুলে সকালে হাসপাতালে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বহিরাগত ঢুকিয়ে মৃতের আত্মীয়দের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মৃতের পরিবার, মেডিক্যাল কাউন্সিলেও যাবে তারা। হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -