LIVE UPDATES: বারাসত, ক্যানিংয়ে ধর্মঘটীদের ওপর লাঠিচার্জ পুলিশের

নৈতিক সমর্থন রয়েছে তৃণমূলেরও। তবে বনধে সামিল হয়নি আরএসএসের শ্রমিক সংগঠন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Nov 2020 02:27 PM

প্রেক্ষাপট

 কলকাতা: ১৬টি শ্রমিক সংগঠনের ডাকে আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘট। ধর্মঘটে সামিল হয়েছে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন। নৈতিক সমর্থন রয়েছে তৃণমূলেরও। তবে বনধে সামিল হয়নি আরএসএসের শ্রমিক সংগঠন।গড়িয়ার বিভিন্ন জায়গায়...More

দুর্গাপুরের ডিভিসি মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বাম কর্মী, সমর্থকরা। অবরোধ হঠাতে পুলিশের লাঠিচার্জ। সিপিএমের জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকারকে রাস্তায় ফেলে মারা হয়। সিপিএম নেতা সহ ৭০ জন ধর্মঘটীকে আটক করেছে পুলিশ।