LIVE UPDATES: বারাসত, ক্যানিংয়ে ধর্মঘটীদের ওপর লাঠিচার্জ পুলিশের
LIVE UPDATES: বারাসত, ক্যানিংয়ে ধর্মঘটীদের ওপর লাঠিচার্জ পুলিশের
নৈতিক সমর্থন রয়েছে তৃণমূলেরও। তবে বনধে সামিল হয়নি আরএসএসের শ্রমিক সংগঠন।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated:
26 Nov 2020 02:27 PM
দুর্গাপুরের ডিভিসি মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বাম কর্মী, সমর্থকরা। অবরোধ হঠাতে পুলিশের লাঠিচার্জ। সিপিএমের জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকারকে রাস্তায় ফেলে মারা হয়। সিপিএম নেতা সহ ৭০ জন ধর্মঘটীকে আটক করেছে পুলিশ।
যাদবপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে ধর্মঘটের সমর্থনে মিছিল। পরে যাদবপুর স্টেশনে রেললাইন অবরোধ করেন বাম-কংগ্রেস কর্মীরা। ট্রেন আটকে পড়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান ধর্মঘটীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় বেঞ্চ পেতে গাড়ি আটকায় ধর্মঘট সমর্থনকারী পড়ুয়ারা। ধর্মঘটের সমর্থনে স্লোগানও দেয় তারা। পরে রাস্তা আটকে ফুটবল খেলে ধর্মঘট সমর্থনকারীরা।
নিউটাউনের নারকেলবাগান মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাম কর্মীরা। বাস আটকানো হয়। বিশ্ববাংলা সরণি ধরে মিছিল করে নিউটাউনের সিবি মার্কেটে এসে জোর করে দোকান বন্ধের চেষ্টা করেন ধর্মঘটীরা।
আলিপুরদুয়ারে ধর্মঘটের মিশ্র প্রভাব। সবজি বাজার খোলা, দোকানপাট বন্ধ। শুধুমাত্র সরকারি বাস চলছে। চা বাগানে উপস্থিতির হার স্বাভাবিক। জাতীয় সড়কেও যান চলাচল করছে।
ধর্মঘটের বিরোধিতায় হাওড়ায় সমবায়মন্ত্রীর নেতৃত্বে মিছিল। শিবপুর ট্রামডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মীরা। মন্ত্রী অরূপ রায় বলেন, তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাঁত নিয়ে মিথ্যা অভিযোগ করছে বামেরা।। তাদের ভোটই বিজেপিতে গিয়েছে। ফলে রাজ্যে বিজেপির আসন বেড়েছে। কেন্দ্রীয় নীতির তাঁরাই সঠিক বিরোধিতা করছেন বলে দাবি করেন রাজ্যের মন্ত্রী। এনিয়ে বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি
মুর্শিদাবাদের মোড়গ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। আটকে পড়ে বাস, পণ্যবাহী গাড়ি। রাস্তায় পিকেটিং করে তারা। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড়।
দুর্গাপুর স্টেশনের কাছে বাস স্ট্যান্ডে বাসচালককে জোর করে নামানোর চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এরপর মিছিল করে এসে টায়ার জ্বালিয়ে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন ধর্মঘটীরা।
পূর্ব বর্ধমানের পালসিট স্টেশনে হাওড়া-বর্ধমান মেন শাখায় অবরোধ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। মিনিট দশেক পর অবরোধ উঠে যায়। পাশাপাশি, পালসিটে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ধর্মঘটীরা। এখানে আধঘণ্টা পর অবরোধ উঠে যায়।
বীরভূমের দুবরাজপুরে দোকান বন্ধ করাকে কেন্দ্র করে উত্তেজনা। ধর্মঘটীরা জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করায়, বাধা দেন ব্যবসায়ীরা।
দক্ষিণ ২৪ পরগনার বেতবেড়িয়া ঘোলা স্টেশনে রেল অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা। সকাল ৬টা থেকে রেললাইন অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। ঘটনাস্থলে রেল পুলিশ। ৯টা নাগাদ অবরোধ তুলে দেওয়া হয়।
টাকি রোড ও যশোর রোডের সংযোগস্থলে বারাসাতের চাঁপাডালি মোড়ে বামেদের পথ অবরোধ। শিয়ালদা-কৃষ্ণনগর মেন শাখায় শ্যামনগর স্টেশনের কাছে ১০ মিনিট রেল অবরোধ করেন ধর্মঘট সমর্থনকারীরা। মধ্যমগ্রাম স্টেশনের কাছে ডাউন বনগাঁ লোকাল লক্ষ্য করে ধর্মঘটীরা পাথর ছোড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বারাসাত বাস স্ট্যান্ডে যাত্রীদের নামিয়ে সরকারি বাসে তালা লাগিয়ে দেন ধর্মঘটীরা। বাস মালিকদের সঙ্গে ধস্তাধস্তি হয়। বারাসাতে ধর্মঘটীদের গাঁধীগিরি। বাসে উঠে ফুল ও মাস্ক বিলি করলেন এসএফআই সমর্থকরা। আগরপাড়া স্টেশনে অবরোধ করায় ধর্মঘটীদের সঙ্গে বচসায় জড়ান যাত্রীরা।
মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে বাস আটকে রাস্তায় ক্রিকেট খেললেন ধর্মঘটীরা।
খড়গপুরের প্রেমবাজারে পথ অবরোধ করেন বাম কর্মীরা। আটকানো হয় সরকারি বাস। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা। ১৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া, খড়গপুর আইআইটি-র মেন গেট অবরোধের চেষ্টা করায়, ৯ জনকে আটক করে পুলিশ।
বাঁকুড়ার বড়জোড়ার চৌমাথা মোড় অবরোধ করায় ধর্মঘটীদের সঙ্গে পুলিশের বচসা। ৫০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
টাকি রোড ও যশোর রোডের সংযোগস্থলে বারাসতের চাঁপাডালি মোড়ে বামেদের পথ অবরোধ। শিয়ালদহ-কৃষ্ণনগর মেন শাখায় শ্যামনগর স্টেশনের কাছে ১০ মিনিট রেল অবরোধ করেন ধর্মঘট সমর্থনকারীরা। মধ্যমগ্রাম স্টেশনের কাছে ডাউন বনগাঁ লোকাল লক্ষ্য করে ধর্মঘটীরা পাথর ছোড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বারাসত বাস স্ট্যান্ডে যাত্রীদের নামিয়ে সরকারি বাসে তালা লাগিয়ে দেন ধর্মঘটীরা। বাস মালিকদের সঙ্গে ধস্তাধস্তি হয়।
সকাল সাড়ে ৭টা নাগাদ হাওড়ার ডোমজুড় স্টেশনে রেললাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন বাম কর্মীরা। এর জেরে আটকে পড়ে ডাউন হাওড়া-আমতা লোকাল।
প্রেক্ষাপট
কলকাতা: ১৬টি শ্রমিক সংগঠনের ডাকে আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘট। ধর্মঘটে সামিল হয়েছে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন। নৈতিক সমর্থন রয়েছে তৃণমূলেরও। তবে বনধে সামিল হয়নি আরএসএসের শ্রমিক সংগঠন।
গড়িয়ার বিভিন্ন জায়গায় ধমর্ঘটের সমর্থনে মিছিল বার করেছে বামেরা। কামালগাজি মোড়ে সরকারি বাসের লুকিং বাস ভেঙে তারা চালককে হুমকি দিয়েছে। অটো দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।
ধর্মতলা মোড়ে সরকারি বাস রয়েছে। রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেট।
হাওড়া স্টেশনে ট্রেন পরিষেবা স্বাভাবিক। বেসরকারি বাস তুলনামূলকভাবে কম। তবে সকাল থেকে প্রচুর সরকারি বাস রাস্তায় নেমেছে।
শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার শাখায় মগরাহাট ও হোটর স্টেশনের মাঝে রেললাইন অবরোধ করেছে বামেরা। লক্ষ্মীকান্তপুর শাখায় দক্ষিণ বারাসাত ও মথুরাপুর স্টেশনের মাঝে অবরোধ করে ধর্মঘটীরা। বজবজ ছাড়া শিয়ালদহ দক্ষিণের সমস্ত শাখাতেই একসময় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অন্যদিকে, শিয়ালদহ মেন শাখায় বেলঘরিয়া স্টেশন ও ইছাপুর স্টেশনেও রেল অবরোধ হয়। তবে শিয়ালদহের দূরপাল্লার ট্রেন চলাচল স্বাভাবিক।
কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা স্বাভাবিক। দূরের যাত্রীরা আগেই পৌঁছে গিয়েছেন।