Parliament Monsoon Session LIVE: লকডাউনের সিদ্ধান্ত ঠিক, করোনায় বিশ্বে মৃত্যুর হার ভারতে সব থেকে কম, সংসদে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, দেশে করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Sep 2020 03:01 PM
কাশ্মীর থেকে ৩৭০ ধারা ওঠার পর এই প্রথম সংসদে এলেন ফারুক আবদুল্লা।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: দেশে যথেষ্ট পরিমাণে করোনা কিট, ওষুধপত্র এবং অন্যান্য দরকারি জিনিস রয়েছে। প্রতিদিন যত অ্যাকটিভ কেস হচ্ছে, তার থেকে বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। সংসদে দাঁড়িয়ে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। করোনার বিরুদ্ধে গোটা দেশ একজোট বলে মন্তব্য করেছেন তিনি।

করোনা অতিমারীর মধ্যেই আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। চলবে পয়লা অক্টোবর পর্যন্ত। করোনার জেরে প্রতিদিন ৪ ঘণ্টা করে চলবে অধিবেশন। রাজ্যসভা চলবে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত আর লোকসভা বেলা ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত। অতিমারীর জেরে সংসদের কাজকর্মে বেশ কিছু পরিবর্তন এসেছে। সাংসদের উপস্থিতি এই প্রথম নথিবদ্ধ করতে হচ্ছে অ্যাটেনডেন্স রেজিস্টার অ্যাপে।





কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, দেশে করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে করোনার বিরুদ্ধে সফল লড়াই করছে ভারত। তিনি বলেছেন, লকডাউনের সিদ্ধান্ত পুরোপুরি ঠিক ছিল, গোটা বিশ্বে ভারতের মৃত্যুর হার সব থেকে কম তার প্রমাণ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.