LIVE UPDATES: কৃষিবিল নিয়ে রাজ্যসভায় অশান্তি, ডেরেক, দোলা সহ ৮ বিরোধী সাংসদ সাসপেন্ড
ডেপুটি চেয়ারম্যান হরিবংশের বিরুদ্ধে বিরোধীরা যে অনাস্থা এনেছিলেন, নাইডু তাও খারিজ করে দিয়েছেন।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Sep 2020 12:11 PM
প্রেক্ষাপট
নয়াদিল্লি: রাজ্যসভায় কৃষি বিল বিরোধী হট্টগোলের জেরে ডেরেক ও ব্রায়েন, দোলা সেন সহ ৮ বিরোধী সাংসদকে বাকি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হল। রাজ্যসভা চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তাঁদের সাসপেন্ড করেছেন। রাজ্যসভার...More
নয়াদিল্লি: রাজ্যসভায় কৃষি বিল বিরোধী হট্টগোলের জেরে ডেরেক ও ব্রায়েন, দোলা সেন সহ ৮ বিরোধী সাংসদকে বাকি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হল। রাজ্যসভা চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তাঁদের সাসপেন্ড করেছেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের বিরুদ্ধে ১২টি বিরোধী দল যে অনাস্থা প্রস্তাব এনেছিল, তাও খারিজ হয়েছে।তৃণমূলের ডেরেক ও ব্রায়েন এবং দোলা সেন ছাড়া যাঁরা সাসপেন্ড হয়েছেন, তাঁরা হলেন কংগ্রেসের রাজীব সাটভ, সৈয়দ নাসির হুসেন, রিপুন ভোরা, আম আদমি পার্টির সঞ্জয় সিংহ, সিপিএমের কে কে রাগেশ এবং ই করিম। গতকাল রাজ্যসভায় ধ্বনিভোটে পাস হয় কৃষি বিল। সে সময় সংসদে প্রবল বিরোধিতার মুখে পড়ে নরেন্দ্র মোদি সরকার। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের আসন ঘিরে বিক্ষোভ হয়। প্রতিবাদের সময় বিলের কপি ছিঁড়ে ফেলা হয়। টানাটানি করা হয় মাইক ধরেও।ডেপুটি চেয়ারম্যান হরিবংশের বিরুদ্ধে বিরোধীরা যে অনাস্থা এনেছিলেন, নাইডু তাও খারিজ করে দিয়েছেন।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">