LIVE UPDATES: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, রইল ৪ শতাংশ

রেপো রেট সেই হার যাতে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। রিভার্স রেপো রেট হল, যে হারে আরবিআই অন্য ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Aug 2020 01:12 PM
কিন্তু খাদ্যদ্রব্য বিশেষত মাংস, মাছ, শস্য ও ডালের ক্ষেত্রে জুনে খুচরো মুদ্রাস্ফীতি বেড়েছে ৬.০৯ শতাংশ। জুলাইয়ের মুদ্রাস্ফীতির হার ঘোষণা করা হবে এ মাসের ১২ তারিখ। তবে বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি, উভয়েই আরবিআই পলিসিতে আধ শতাংশের বেশি উপকৃত হয়েছে।
কেন্দ্রীয় সরকার আরবিআইকে নির্দেশ দিয়েছে, মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে বেঁধে রাখতে, ২ শতাংশ বাড়তে কমতে পারে। মনিটারি পলিসি তৈরির সময় মূলত কনজিউমার প্রাইস-বেসড ইনফ্লেশনে গুরুত্ব দিয়েছে আরবিআই।
গৃহঋণ, গাড়িঋণ, ব্যক্তিগত ঋণ ও অন্যান্য ঋণের ক্ষেত্রে গ্রাহকদের ওপর ইএমআইয়ের বোঝা কমানোর জন্য এই সিদ্ধান্ত।
করোনা ও লকডাউনের জেরে যে আর্থিক ক্ষতি হয়েছে তার প্রভাব কমানোর জন্য একাধিক পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
এই দুই বৈঠকে এমপিসি রেপো রেট ১১৫ বেসিস পয়েন্ট কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়। ফলে ফেব্রুয়ারি থেকে টোটাল পলিসি রেট রিডাকশন হয় ২৫০ বেসিস পয়েন্ট, আশা করা হয়, এতে আর্থিক উন্নতি হবে।
এপ্রিল, ২০২০ থেকে শুরু হওয়া আর্থিক বছরের প্রথমার্ধে ভারতের আর্থিক উন্নতির গতি কমবে।
ম্যাক্রোইকোনমিক এনভায়রনমেন্টে দ্রুত পরিবর্তন ও আর্থিক মন্দা মনিটারি পলিসি কমিটির ঘনঘন বৈঠকের কারণ। প্রথম বৈঠক হয় মার্চে, এবার আবার মে মাসে।
১০,০০০ কোটি টাকা অতিরিক্ত লিকুইডিটি ফেসিলিটি দেবে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক বা এনএইচবি, নাবার্ড, শক্তিকান্ত দাস জানিয়েছেন। করোনার জেরে বিশ্বজুড়ে আর্থিক কর্মকাণ্ডে এখনও মন্দা চলছে, ফলে আগে যে উন্নতির লক্ষণ দেখা গিয়েছিল, তা ঝিমিয়ে পড়েছে।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: পলিসি রিভিউ মিটিংয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে ৬ সদস্যের মনিটারি পলিসি কমিটি বা এমপিসি এ কথা জানিয়েছে। অর্থাৎ রেপো রেট ৪ শতাংশই রয়ে গেল, রিভার্স রেপো রেট রইল ৩.৩৫ শতাংশ।

রেপো রেট সেই হার যাতে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। রিভার্স রেপো রেট হল, যে হারে আরবিআই অন্য ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.