Live Updates: পোলবা কাণ্ডে অনিচ্ছাকৃত খুনের মামলা করতে চেয়ে আদালতে আবেদন পুলিশের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Feb 2020 02:53 PM

প্রেক্ষাপট

কলকাতা: ৮ দিন ধরে অনেক সয়েছিল ছোট্ট ছেলেটা। কিন্তু ফুসফুস থেকে বার করা গেল না কাদাজল। অকেজো হতে থাকল একটার পর একটা অঙ্গ। আজ ভোরে আর পারেনি সে।  এসএসকেএমে মারা...More

পোলবা পুলকারকাণ্ডে স্কুল পড়ুয়ার মৃত্যুর পর, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে চেয়ে আদালতে আবেদন করল পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত পুলকারের চালক পবিত্র দাস বর্তমানে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি। পুলকার চালকের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত তথ্য জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে পুলিশ। পবিত্র ছাড়াও গ্রেফতার করা হয়েছে আর এক পুলকার চালক শেখ শামিমকে। দুজনের বিরুদ্ধেই অনিচ্ছাকৃত খুনের মামলা রুজুর আবেদন করেছে পুলিশ।