Live Updates: পোলবা কাণ্ডে অনিচ্ছাকৃত খুনের মামলা করতে চেয়ে আদালতে আবেদন পুলিশের
প্রেক্ষাপট
কলকাতা: ৮ দিন ধরে অনেক সয়েছিল ছোট্ট ছেলেটা। কিন্তু ফুসফুস থেকে বার করা গেল না কাদাজল। অকেজো হতে থাকল একটার পর একটা অঙ্গ। আজ ভোরে আর পারেনি সে। এসএসকেএমে মারা গিয়েছে পোলবা পুলকার দুর্ঘটনায় জলে ডুবে যাওয়া তৃতীয় শ্রেণির ঋষভ সিংহ। চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুর কারণ রক্তে সংক্রমণ ঠেকাতে না পারা, তাই মাল্টি অর্গ্যান ফেলিওর।
৮ দিন পর আজ বাড়ি যাবে ঋষভ। পরিবার চায় না, ময়নাতদন্ত হোক, আর কাটাছেঁড়া হোক ওই ছোট্ট শরীরে। যদিও হাসপাতাল সূত্রে খবর, এ ধরনের ঘটনায় আইনগতভাবেই ময়নাতদন্ত জরুরি, তা ছাড়া ঘটনার তদন্তের জন্যও ময়নাতদন্ত রিপোর্ট প্রয়োজন। এতগুলো দিন হাসপাতালেই ছিলেন ঋষভের বাবা, লড়াই শেষ হয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। আসেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঋষভের বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন তিনিও। কল্যাণ বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ কাকে শেখাব? দুর্ঘটনায় আহত আর এক ছাত্র দিব্যাংশু ভগতের অবস্থা আগের থেকে ভাল, তার বাবা নীরবে এসে দাঁড়ান ঋষভের বাবার কাছে। ঋষভের স্কুলের প্রিন্সিপাল প্রদীপ্তা চট্টোপাধ্যায় জানিয়েছেন, দুর্ঘটনার পরদিনই তাঁরা ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা করেন, কথা বলেন, জেলা কমিশনার হুমায়ুন কবিরের সঙ্গে। পুল কারের সঙ্গে স্কুলের সরাসরি সম্পর্ক থাকে না. তাই প্রয়োজনীয় সমস্ত নথি পরীক্ষার জন্য স্কুলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সব পুলকার চালক-মালিকদের ২৫ তারিখ স্কুলে ডেকেছেন, পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বৈঠক হবে। আরও সজাগ থাকার জন্য অভিভাবকদেরও অনুরোধ করেছেন তাঁরা।
হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেছেন, শ্রীরামপুরের চেয়ারম্যান সহ এলাকার তৃণমূল নেতারা সারা রাত হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে বারবার জানানো হয়, ঋষভের অবস্থার আরও অবনতি ঘটেছে। চিকিৎসকরা সবরকম চেষ্টা করেছেন, সরকারেরও চেষ্টার ত্রুটি ছিল না। সেপটিক শক ও মাল্টি অর্গ্যান ফেলিওরের জেরে তার মৃত্যু। জানা গিয়েছে, জলে বেশ খানিকক্ষণ ডুবে ছিল ঋষভ, ফুসফুসে অনেকটা কাদাজল ঢুকে যায়, মস্তিষ্কও কাজ করছিল না। দুর্ঘটনায় ভেঙে যায় পাঁজরের চারটে হাড়। ৮ দিন ধরে সে ছিল জীবনদায়ী ব্যবস্থায়, বাঁচানোর মরিয়া চেষ্টায় চিকিৎসকরা ব্যবহার করেন একমো যন্ত্র। পুলকার অ্যাসোসিয়েশন এবিপি আনন্দের কাছে স্বীকার করে নিয়েছে, অবহেলা ও পুলকারের অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার কারণ। কিন্তু ওই গাড়ি তাদের সংগঠনের নয় বলে সাফাই দেওয়ার চেষ্টা করেছে তারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -