ঝাঁসি: করোনাভাইরাস লকডাউনের জেরে পরিযায়ী শ্রমিকদের অন্তহীন দুর্দশার আরেকটি ছবি উঠে এল উত্তরপ্রদেশ থেকে। প্রথম দফার লকডাউন কার্যকর হওয়া ইস্তক, পেটে নেই খাবার, ট্যাঁকে নেই কানাকড়ি। সেই অবস্থাতেই সহায়-সম্বলহীন এই শ্রমিকরা হাজার হাজার মাইল পায়ে হেঁটে অতিক্রম করছেন। লক্ষ্য একটাই, ঘরে ফেরা।


আর সেই চেষ্টায় কত শ্রমিক তাঁদের প্রাণ হারিয়েছেন। কেউ রাস্তাতেই দম শেষ করেছেন, তো কেউ ট্রেনে কাটা পড়েছেন। অনেকে আবার রাস্তার ধারেই সন্তান প্রসব করেছেন। তেমনই একটি ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের ললিতপুরে।


খবরে প্রকাশ, মধ্যপ্রদেশের ধর থেকে হেঁটে উত্তরপ্রেদেশের ললিতপুরে ফেরার সময় পথেই রাস্তার ধারে একটি গাছের তলায় সন্তান প্রসব করেন এক পরিযায়ী শ্রমিক মহিলা।


২৬ বছরের ওই মহিলা সাড়ে আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই অবস্থাতেই তিনি মধ্যপ্রদেশে থেকে রওনা দেন। সেই থেকে বেশ কয়েকদিন ধরে হাঁটছিলেন। অতিক্রম করেন প্রায় ৫২০ কিলোমিটার।


যে দলের সঙ্গে তিনি হাঁটছিলেন, তাঁরা খাবারের জন্য ক্ষণিকের বিশ্রাম নেয়। সেই সময় প্রসবযন্ত্রণা ওঠে মহিলার। আশেপাশে কোনও হাসপাতাল ছিল না। বাধ্য হয়ে গাছের তলায় অন্য মহিলাদের সাহায্যে একটি শিশুকন্যার জন্ম দেন তিনি।


খবর পেয়েই, সেখানে একটি মেডিক্যাল টিম পাঠিয়ে দেন বলবহাট গ্রামের প্রধান। সেখান থেকে মা ও সদ্যোজাতকে স্থানান্তরিত করা হয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। সরকারি আধিকারিকরা জানান, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।