কোহলির সঙ্গে বাবর আজমের তুলনায় সায় নেই মহম্মদ ইউসুফের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 May 2020 10:03 AM (IST)
বেশ কিছুদিন ধরেই পাক ক্রিকেট মহলে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে তাদের তরুণ ব্যাটসম্যযান বাবর আজমের তুলনা চলছে। এবার এই বিতর্কে যোগ দিলেন প্রাক্তন পাক ব্যাটসম্যান, টেস্ট স্পেশ্যালিস্ট মহম্মদ ইউসুফ।
করাচি: বেশ কিছুদিন ধরেই পাক ক্রিকেট মহলে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে তাদের তরুণ ব্যাটসম্যযান বাবর আজমের তুলনা চলছে। এবার এই বিতর্কে যোগ দিলেন প্রাক্তন পাক ব্যাটসম্যান, টেস্ট স্পেশ্যালিস্ট মহম্মদ ইউসুফ। বর্তমানে ক্রিকেট বিশ্বে তিনটি ফরম্যাটেই দাপট দেখাচ্ছেন বিরাট কোহলি। বাবর আজমও তিন ফরম্যাটেই নজর কেড়েছেন। বিগত কয়েক বছর ধরেই টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের স্তম্ভ কোহলি। অন্যদিকে, বাবরও বিশ্বের অন্যতম প্রতিশ্রুতিমান ব্যাটসম্যানন হিসেবে উঠে এসেছেন। ইতিমধ্যে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পাক দলের অধিনায়কত্বের ব্যাটন সরফরাজ আহমেদের হাত থেকে গিয়েছে বাবরের হাতে। আজহার আলির নেতৃত্বাধীন টেস্ট দলেরও অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। বেশ কয়েক বছর ধরেই সমস্ত ফরম্যাটেই পাক দলের হয়ে ধারাবাহিক পারফর্ম করছেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর এই তাত্পর্য্যপূর্ণ উত্থান নজর এড়ায়নি বিশেষজ্ঞদের। সম্প্রতি বাবর জানিয়েছিলেন যে, ইউসুফের কাজ থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছিলেন তিনি। সেগুলি কাজে লাগিয়ে তাঁর খেলায় উন্নতি ঘটেছে। সেই ইউসুফ বলছেন, ভারতের রান মেশিনের সঙ্গে পাকিস্তানের পরবর্তী মহা তারকা হিসেবে যাকে ধরা হচ্ছে, সেই বাবরের তুলনা করাটা ঠিক নয়। এক সাক্ষাত্কারে ইউসুফ বলেছেন, বাবর তরুণ। অনেকেই ওর সঙ্গে বিরাটের তুলনা করছে। কিন্তু আমি তা ঠিক মনে করি না। কারণ, কোহলি অনেক বেশি ম্যাচ খেলেছে, ও অনেক বেশি অভিজ্ঞ। কারণ, ২০০৮-০৯ থেকে ও আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তিনি বলেছেন, বাবরকে এখনও অনেকটা পথ হাঁটতে হবে। দুজনেই দুরন্ত ক্রিকেটার। এ বিষয়ে কোনও সংশয় নেই। কেরিয়ারের গোড়ার দিকে দুজনেরই প্রবণতা একই রকম ছিল। কিন্তু বাবরকে এখনও অনেক সময় দিতে হবে। কারণ, কোহলি আট-নয় বছর ধরে খেলছে।